কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
একগাদা মায়া দিয়ে
পাঠাও দুনিয়ায়,
কর্ম শেষ হতে না হতে
নোটিশ এসে যায়!
মোহান্ধতা একতরফা
একোন বিচার?
বুঝি না বিধি তোমার
সকল আচার!
মিলিয়ন বিলিয়ন
দায়িত্ব দাও ঘাড়ে,
এত স্বল্প আয়ুতে
কে করতে পারে?
হাজার বছর আয়ু দিলে
কি ছিলেো ক্ষতি?
জুড়ি থেকে আলাদা করে
একজন নিবে যদি!
অন্য জনের কি হাল হয়
ধুঁকে ধুকে মরে,
একাকীত্ব জীবন তার
মৃত্যুর ট্রেন চড়ে!
ভালোবাসা নামে দিছো
আর এক দহন!
বাবা-মাকে দিয়ে দিছো টন কে টন
সন্তানকে দিয়েছো মমতাহীন মন!
সংসার জীবনে করেছো
অনিয়ম কঠিন,
যে যাকে চায় তার
অন্যের সাথে রুটিন!
দু’জন দু’প্রান্তে বসে
চিন্তায় কাটে দিন,
অজানা অচেনার বুকে
জীবন চলে, দিয়ে সেলাইন!
যত শক্তি সামর্থ
দিয়েছো দুনিয়ায়,
মৃত্যুর কাছে সব শক্তির
করছো পরাজয়!
“মৃত্যু শক্তি’, সাগর পাহাড় আকাশ
কোথায় সে চুপটি করে আছে?
অদেখা শক্তি এসে জীবন্ত প্রাণ
নিয়ে যায় অচেনা এক দেশে!