০১- ভালোবাসতে জানি না বলেই
আমাকে তোমার মত
করে নিতে তোমার কতটা
সময়ের প্রয়োজন
তা বোধ করি —
আমার জানা নেই
তবে আমি তোমাকে
আমার মত করে নিয়েছি
কবে সে বিশ্বাস তোমার
হবে তা আমারে নেই
আমি ভালোবাসতে জানিনা
তাই বিরহ কেই
কাছে টেনে নিয়েছি
আমি ভালোবাসতে জানিনা
বলেই,
জ্যোস্নার আলোয় যতটুকু
আলোর দ্যুতি ছড়ায়
তা থেকে দূরে সরে গেছি।।
০২- শুধু, তুমি জানতে পারোনি
আজ কেন তুমি কিছু
না বুঝেই আমাকে
আঘাত করলে তোমার
ত্রিশূল কথার আঘাতে
হয়তো শরীর ক্ষত বিক্ষত
কিংবা!
কেটে রক্তের মহাপ্লাবন
হয়নি,
তোমার সে বলায়
আমি খুইয়েছি
সব —
শুধু, তুমি জানতে পারোনি।।
০৩- মনলোভা মন
তোমার দেয়া সেই
বিরহ ব্যাথা ভুলে
যাব আজ এ লগনে
তোমাকে নেয়া সেই
স্মৃতির পাতা খুলে
নেব আজ এ ফাল্গুনে
দ্বীপজ্বালা রাতের
সেই না বলা কথা
চন্ডীমা রাতে হোক
আজ দোসর বীনার
তোমার আমার সেই
সেই মনলোভা মন
হয়ে থাক চির অম্লান।।