কলমেঃ নিয়াজ আহম্মদ
আমার দুঃখ হয়, যখন দেখি,
জীর্ণশীর্ণ দেহ নিয়ে ক্লান্ত বাবা রিকশা চালিয়ে পরিবারের মুখের অন্ন জোগায়,
কলেজ পড়ুয়া ছেলে তখন চৌরাস্তায় দাড়িয়ে
সিগারেট টেনে ধোঁয়া উড়ায়।
যখন দেখি, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষক বাবা,জমিন খুঁড়ে করছে চাষ,
ছেলে তখন নেশায় মেতে জীবনটাকে করছে নাশ।
এমন দৃশ্য দেখলে আমার কষ্ট হয়,সত্যি অনেক কষ্ট হয়।
সভ্যতা, বিবেক কোথায় লুকাইলো খুঁজে আনতে ইচ্ছে হয়।
পরের বাড়ি ঝিয়ের কাজে ব্যস্ত যখন মা,
সন্তান তখন গীটার বাজিয়ে গাইছে গান “তা না না না না”।
দুঃখী মা না খেয়ে খাবার, তুলে দেয় তার মুখে,
চাওয়া শুধু আদরের সন্তান, থাকে যেন সুখে।
সফল হয়ে কতো সন্তান,স্মৃতি গুলো যায় ভুলে,
সমাজ নাকি কুশিক্ষা, কি ছিল তার মূলে?
বিলাসী পোশাকে সন্তান চলে, বাবা মায়ের ছেঁড়া বস্ত্র।
এমন শিক্ষা পেয়েছে কোথায়,শিখিয়েছে কোন শাস্ত্র?
পিতা মাতার নেয় না খবর, নেতার পায়ের ধুলো খায়,
এমন দৃশ্য দেখলে আমার কষ্ট হয়, সত্যি অনেক কষ্ট হয়।