মা যে আমার নয়নমণি,
আমার হৃদয় খানি।
মায়ের মতন এই দুনিয়ায়,
কেউ হবে না জানি।
মায়ের মতন ভালোবাসা,
দেয় না তো কেউ আর।
সব ভালোবাসা দেয় বিলিয়ে,
জমা বুকে যতো তার।
আদর করে দুধকলা ভাত,
মোর মুখে তুলে দেয় মা।
আঁচল দিয়ে মুখ মুছে দেয়,
এতো টুকু বিরক্ত হয় না।
স্নেহ মমতা দেয় মোর মা,
মাথা মায়ের বুকে নিয়ে।
খোদার কাছে কত দোয়া মাগে,
মা জননীর হৃদয় দিয়ে।
দুঃখের সময় বিপদ আপদ,
আসবে যখন কাছে।
প্রিয়জনও তখন দিবে না ধরা,
মা থাকবে তখন পাশে।
মা বেঁচে থাকতে মায়ের কদর,
আমরা সবাই করি ভাই।
মায়ের যত্ন সেবায় পরকালে,
মোরা জান্নাত খুঁজে পাই।