কলমেঃ সেক রজব আলি
আমরা কি পারিনা বয়সের অবগুন্ঠন খুলে নিয়মের দেয়াল ভেঙ্গে অনিয়মের মুক্ত মাঠে খোলা মনে খেলতে?
যেখানে উত্তাল আঠারো আর কুড়িদের দুঃসাহসিকতার দুর্বার দুরন্তপনার বাস।
যেখানে থাকে স্বপ্নেভরা চোখ, বুকে থাকে আশার বাসা, প্রাণে থাকে কামনা বাসনা আকাঙ্খার উন্মাদনার দৌড় আর দৌড়।
থামার কোন পূর্ণচ্ছেদ যেখানে থাকে না,
সব খোলা যেখানে নো এন্ট্রি বোর্ড থাকে না
অদম্য স্বপ্নের ভেলার যাত্রা যেখানে অনন্তকালের উদ্দেশ্যে আকাশ মাটি জুড়ে থাকে
এসো আমরাও সেই বয়সের বোঝা মাথা থেকে ছুঁড়ে ফেলে তার বঙ্গোপসাগরে সলিল সমাধি দেই।
হালকা মনে মেরুদন্ডটাকে আমরা সোজা করে হিমালয় উঁচু মাথা করি।
জ্বোর গলায় বিদ্রোহ ঘোষণা করি সমস্ত নিয়মের কাঠিন্যতা, সমস্ত লোক ও লজ্জা, সমস্ত হীনমান্যতার দুর্বলতার বিরুদ্ধে।
এস একটু সাহসী হই।
সব স্থবিরতার পৌষালী চাদর হাঁটিয়ে এস প্রাণে লাগাই যৌবনের বসন্তের দক্ষিণা বায়ুর মরমী ছোঁয়া।
নশ্বর জীবনে যতটুকু আজও বাকি আছে
এসো ভয় সরিয়ে এ বিশ্বে যা কিছু আছে সকলের সাথে সমান সমান উপভোগ করি।