আজিজুল হাকিম
(মুর্শিদাবাদ, ভারত)
কোন ক্রমে তুমি নদীর ধারে আর আমি সাগরের পাড়ে
যদি আসতে চাও,
চলে এসো এই অশান্ত সাগর বেলায়
সাগরের বুকে দাঁড়িয়ে
একবার সমুদ্রকে দেখ আর একবার জীবনকে
সাগরের উচ্ছ্বাসে জাগিয়ে তোলো হৃদয়ের সুপ্ত সত্বাকে
যদি ঢেউ তুলতে চাও
ঢেউয়ের শেষ প্রান্তে অন্তত একটা দাগ কেটে যাও
সাগরের বুকে নেমে ঢেউ আর বালির উপর ভরসা করো না
কিন্তু তোমাকে ভাল সাঁতারু হতে হবে
মনে রেখ, প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে চুম্বনের দৃশ্য
আর জীবনের আদিম ইতিহাস।