বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

কলাম:- কিছু কথা কিছু ব্যথা! পর্ব — ৬

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

লেখক:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিশ্বে ১৯৩ টা দেশের ভিতর ৫৭ টা মুসলিম দেশ! একমাত্র “পাকিস্তান” ছাড়া কারো কাছে পারমাণবিক বোমা নাই! অথচ আরবীয় ২৪ দেশ সবাই ধনী তেলসমৃদ্ধ! পাকিস্তান দারুন গরীব দেশ সেনা শোষিত বিধায়, যেখানে এক কেজি আটার আজকের মূল্য ৮০০ টাকা। শ্রদ্ধেয় দেশ মাতার কৃতি সন্তান দেশপ্রেমিক প্রকৌশলী “আঃ সালাম স্যার” নেদারল্যান্ডস থেকে কিভাবে পরমাণু অস্ত্র ফর্মূলা চুরি করে এনে পাকিস্তান কে পরমাণু শক্তিধারী করেছিলেন তা আমি অনেকবার লিখেছি! পাকিস্তান আমেরিকা কে খুশি করতে সেই “সালাম স্যারকে” দশ বছর জেলে রেখে মেরেছে! আমি সেদিকে যাবো না!

প্রিয় পাঠক, এত মুসলিম দেশ পয়সাওয়ালা কিন্তু পরমাণু শক্তিধারী নয় কেন? কারন আমেরিকা! পরমাণু অস্ত্র কাঁচামাল “ইউরেনিয়াম” কিনতে জাতিসংঘের অনুমতি লাগে! মানে কি, মানে আমেরিকা!, ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ আপনার এশিয়ার বড় ভাই “রাশিয়া”! আপনার পয়সা আছে, কাঁচামাল কিনবেন আপনার ভাইর কাছ থেকে কিন্ত অনুমতি পরোক্ষভাবে আমেরিকার! নিয়ম কানুন বিশ্ব নীতি এমন ভাবে তৈরি করে রাখা হয়েছে! আমেরিকা ও রায়িয়ার কাছ থেকে কাঁচামাল কেনে! হা হা হা, আশ্চর্য হচ্ছেন? আসল কথায় আসি —-

গতকাল বিশ্ব বার্তা সব সংস্থার খবর, আরব বিশ্বের সবচেয়ে ধনীদেশ “সংযুক্ত আরব আমিরাত” পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম চুলা অপারেশনে দেয়ার মত নির্মাণ কাজ শেষ হয়েছে! পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাঁচা মাল কি জানেন, “ইউরেনিয়াম!” এখন আরব আমীরাত কোন না কোন ভাবে Nuclear weapons মালিক হবে ইনশাআল্লাহ! কারন ইউরিয়াম কেনার অনুমতি অনেক কাঠ-খড় পোড়ায় পেয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দেখায়!
প্রিয় পাঠক, আপনার দেশের সেই অর্বাচীন অপরিনামদর্শী দুর্নীতি প্রশ্রয় দানকারী ঢিলেঢালা প্রশাসনিক মানসিকতার “শেখ হাসিনা” আরব আমিরাতের ও আগে Nuclear weapons এ বাংলাদেশ কে শক্তিশালী করার পরিকল্পনায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন! উদ্দেশ্য পরমাণু শক্তিধারী হওয়া! আপনি জানেন, কতবার এদেশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে কাঁচামাল ইউরেনিয়াম কেনার অনুমতি পেতে মার্কিন /জাতিসংঘের ইঞ্জিনিয়ার রা ভিজিট করেছেন? জানেন না, তা হলে চোখের জল ফেলতেন! এ অনুমতি পেতে Standard of the country তারা দেখে, এত মেগা প্রজেক্ট, এত শিল্প নগরী, এত দেশের বিনিয়োগ সব কনসিডারেশনে এনে আস্হা তৈরি করে ইউরেনিয়াম কেনার অনুমতি এনে ছিলেন যার নামে “আয়না ঘর” প্রচার করছেন, পদ্মা ব্রিজের টোল ভাঙছেন, যার বাবার মাথায় প্রসাব করেছেন, যার অন্তর্বাস প্রদর্শনী করেছেন, সেই অর্বাচীন অপরিনামদর্শী যাকে আমি সব লেখায় বলে থাকি সেই “হাসিনা” !
আজ সংযুক্ত আরব আমীরাত যা করলো সে পলিসি আপনার দেশের স্বৈরশাসক অনেক আগেই শেষ করেছিলেন! গত মাসেই প্রোডাকশনে যাওয়ার কথা ছিলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র! আপনারা গল্প ফাদছেন কত হাজার কোটি টাকা হাসিনা রূপপুর থেকে সরিয়েছে, রাশিয়ান বিদেশ মন্ত্রী, রাস্ট্র দূত তা অস্বীকার করেছেন মিডিয়ার সাক্ষাৎ কারে! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি তে বিএনপি অনেক বাঁধা দিয়েছে একটার পর একটা অসুবিধা তুলে ধরে! সারা বিশ্ব থেকে নাকি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে অপসারণ হয়ে যাচ্ছে!

প্রিয় পাঠক, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, শিক্ষা কারুকলাম, জাতির পিতা,স্বাধীনতা দিবস, এমনি শত পরিবর্তন গুজব শুনি! হয়তো পরিবর্তন হবে বা বন্ধ ও হতে পারে “রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র”, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আশুতোষের ভাষায়, “মুর্খের দেশে আবার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কেন”?
জানেন, আমীরাত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোন অবস্থানে বসে ভাবছে, তাদের রিজার্ভ — ৬ লক্ষ ৯৩ হাজার ৭৬৫ বিলিয়ন! হাসিনা ভেবেছেন ৪০ বিলিয়ন রিজার্ভ নিয়ে! আজ আপনার রিজার্ভ হয়তো ১৫ বিলিয়ন max.
আমীরাত বিদ্যুৎ — ৫ হাজার ৩৮০ mw.
টাকা — ২৮.৮ বিলিয়ন।
বাংলাদেশ বিদ্যুৎ প্রডাকশন – ২ হাজার ২০০ mw.
টাকা — ১২.৬৪ বিলিয়ন।
আমীরাত বিদ্যুৎ বাংলাদেশ থেকে আড়াই গুন বেশী, টাকাও প্রায় আড়াই গুন বেশী।
আমীরাত যন্ত্রপাতি ও এক্সপার্ট — কোরিয়ান।
বাংলাদেশ যন্ত্রপাতি এবং এক্সপার্ট — রাশিয়ান।
তা হলে হাসিনা সরকার টাকা সরায়, বেশী মূল্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে করলো কই? আপনারা জাহান্নামে যাবেন, যদিও জাহান্নাম আর শাস্তি দাতার উপর বিশ্বাস পিটার হাস থেকে কম আপনাদের !
সে যাক —

যদি মনে করেন, আমার ভাইর দেশে ৮০০ টাকা আটার কেজি আমরা কেন ৭৫ টাকা খাবো, ভাইর প্রতি সহানুভূতি আছে না? হাসিনার ৫ ই আগষ্ট পর্যন্ত ৬০/৬৫ কেজি ছিলো, ১০/১৫:টাকা বেড়েছে চিল্লাপাল্লা শুরু করছেন, ৮০০ টাকা থেকে কত কম একবার বিয়োগ করে দেখেন এবং ৮০০ টাকা খেতে ও হতে পারে প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের সে পর্যন্ত কোন দোষ নাই!
তাহলে পাল্টে দেন শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, জাতীয় ফুল, পাখী, জাতির জনক, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, শিল্প নগরী গুলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,
জাতীয় কবি (নজরুল ও ভারত প্রডাক্ট, মুজিব আমদানী,) ! নজরুলের কবর টা কি তুলে ফেলবেন, উনি ও আমাদের মত ধর্মনিরপেক্ষ মুসলমান ছিলেন, পরিবর্তন তালিকায় অন্তরভুক্ত করতে পারেন!
Nuclear weapons ভুলে যান আর স্যার আশুতোষের কথা মনে করেন, “মূর্খের দেশে আবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102