সোনার বাংলা
=========
সোনার বাংলা গড়ে তুলতে,
রক্ত দিল যারা।
তারাই হল আসল দেশপ্রেমিক,
তারাই সূর্য সেনা।
বাংলার ইতিহাসে তুলেছে তারা,
সোনার মতো তরী।
জীবন দিয়ে বুঝিয়েছে তারা,
বাংলার মাটি কত খাঁটি।
বাংলা মায়ের আচঁল তলে,
নিয়েছি মোরা জন্ম।
এই বাংলায় জন্ম নিয়ে,
জীবন মোদের ধন্য।
লক্ষ্য লক্ষ্য শহীদের রক্তে,
গড়া এই ইতিহাস।
কেমন করে ভুলবো মোরা,
এই বাংলার শ্বাস।
জীবনটাকে তুচ্ছ করে,
এনেছে স্বাধীনতা।
ইতিহাসের পাতায় লিখা থাকবে,
তাদের ও কথা।
ভ্রমণ
=====
যদি তুমি মন কে সুস্থ রাখতে চাও,
তবে তুমি ভ্রমণ করতে যাও।
গুরে দেখ বাহিরের পরিবেশ,
মনে ফিরে আসবে শান্তি বেশ।
দেখবে তুমি প্রকৃতিতে,
আছে কত শান্তি মননিবেশ।
ভ্রমণে মিলবে হাসি,
দেখবে তুমি প্রকৃতি রাশি রাশি।
শিখতে পারবে অনেক কিছু,
দেখবে প্রকৃতির অপরূপ দৃশ্য।
তবে,বেরিয়ে পড় সুখের সন্ধানে,
কর পৃথিবী ভ্রমণ।