(০১) বিজয়ের রক্তিম স্মৃতি
নদীর জলে শূন্যে ভেসে আসা
প্লাস্টিক তুচ্ছ পলিথিন আবর্জনার মতন,
অনায়াসে হাওয়ার তালে উড়ে আসে নাই।
মায়ের বুক খালি করে তাজা রক্ত দিয়ে
হাসি মুখে শত্রুর বুলেটের সম্মুখে
বুক টান টান করে বিলিয়ে দিয়েছে।
আগ্নেয়া অস্ত্রের আঘাতে বুক চিঁড়ে
রক্তের সাগর হয়ে, বিজয় গাঁথা গল্প
মাথা উঁচু করে বিশ্বে চিত্রে নাম লেখা
লাল সবুজের অমরত্ব বিজয় কথা।
ত্রিশ লক্ষাধিক বাঙালি বীর জননীর
লুটে নেওয়া ইজ্জতের বিনিময়,
অর্জিত মহাবীরের রক্তে গাঁথা বিজয়।
বিজয় মাসের রক্তিম স্বরণীয় কথা
শ্রদ্ধা ভরে স্বরণ করি,বীর শহীদের কথা।
(০২) স্বপ্নের ভূবন
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে সুখ আছে দুঃখ নাই
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে প্রীতি আছে ঘৃণা নাই
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে বন্ধুত্ব আছে বিভেদ নাই।
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে ন্যায় আছে অন্যায় নাই
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে রক্ষক আছে ভক্ষক নাই।
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে কদর আছে অবজ্ঞা নাই।
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে শান্তি আছে অশান্তি নাই।
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে জন্ম আছে মৃত্যু নাই।
আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে আমি আছি আমিত্ব নাই।