কলমে – সাদিয়া আক্তার দীঘি
নার্সিসাস দেখলো নিজ মনমোহিনী রূপখানি,
স্থির নীর মুকুরে উঠলো ভেসে যখনি,
উদ্বেলিত হলো নিজেকে ভালোবেসে,
আত্মপ্রেমে মশগুল হলো আবেশে।
আত্মপ্রেমে মগ্ন থেকে নিরন্তর,
নিজ রূপের গরিমায় রইলো বিভোর,
দেহ সৌষ্ঠবের অহংকারে হলো পাগল,
দুনিয়ার প্রণয় দ্বারে লাগালো আগল।
তার মোহময় রূপের আকর্ষণে,
বনপরী পড়লো বাঁধা প্রেম বন্ধনে,
জানালো তারে আর্তিভরে প্রেমের আহ্বান,
সানুনয়ে করলো তারে প্রেম নিবেদন।
নার্সিসাস বারেবারে করলো তারে প্রত্যাখান,
কটু কথায় করলো তারে তীব্র অপমান,
যা’ প্রতিধ্বনিত হলো প্রকৃতির কোনে কোনে,
প্রেমে উপেক্ষিতা সব প্রেমিকার মনে মনে।
আত্মশ্লাঘায় ডুবে থেকে আপন মনে,
একলা চলা শুরু হলো তার জীবনে,
প্রেমের অপমানে প্রেমের দেবী রুষ্ট হলেন,
নার্সিসাসের দম্ভ ভাঙতে ছলনা করলেন।
তরঙ্গায়িত জলধারায় দেখালেন তারে
এক মাধুর্য হারা বিকৃত প্রতিবিম্বিত মূর্ত্তিরে,
ভাঙলো দর্প তার আত্মগরিমার,
মন কষ্টে হলো দেহান্ত তার।
নার্সিসাসের দেহান্তে বিষাদের প্রতিভূ হয়ে,
নার্সিসাস আজও বিরাজে সুরূপা সুগন্ধী ফুল হয়ে।