কলমেঃ এম এ লতিফ
যদি পৃথিবীটা কোনদিন জল শুন্য হয়ে যায়
তৃষ্ণার্ত বুকটা করবে হাহাকার,
সেদিন আমার চোখের জলে মেটাবো তোমার তৃষ্ণা,
হয়তো শেষ চাওয়াটুকু ব্যথাতুর হৃদয় ভাঙা,
তোমার তৃষ্ণা মেটাতে দুচোখে বইবে অশ্রু জলের বন্যা,
বলো প্রিয় সেই জল শুন্য পৃথিবীতে
তোমার জন্য আমি, নয়তো মায়া কান্না!
ভেঙে গেলে মন থেমে যায় জীবন
চারিদিকে ধুধু মরুপ্রান্তর,
সেদিনও প্রিয় তুমি আমারি থাকবে
শত আঘাতেও হারাবো না আমি,
তুমি হবে মোর তৃষ্ণার্ত পৃথিবীর ভালোবাসার অন্তর!
পৃথিবীর সব ভালোবাসাটুকু শুধুই তোমার জন্য,
হয়তো জীবন থেমে যায়
পৃথিবীটা তোমায় করবে অবরোধ,
তবু তোমার স্পর্শ সুখে বেঁচে থাকবো আমি
যেওনা ফেলে কভু আমায় একা,
তোমার জন্যই লড়ে যাবো মৃত্যুর সাথে
শেষ বিন্দু রক্ত দিয়ে গড়বো প্রতিরোধ,
হয়তো সেদিন নিথর দেহ বলবে না কোনো কথা
বাকরুদ্ধ হয়ে যাবে জীবনটা আসবে স্থবিরতা,
হয়তো তোমার অশ্রু জলে রয়ে যাবে নিরবতা,
আমি ভুলে যাবো পৃথিবীটা, শুধু ভুলবো তোমায়,
সেদিনও তোমার প্রতীক্ষায় আমি রয়ে যাবো একা,
আমাদের প্রেম রয়ে যাবে অমর অক্ষয়,
ইতিহাসের পাতায় লেখা খাকবে ইতি কথা!