বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

কবিতাঃ প্রেম তুই সর্বনাশী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১ Time View

কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)। 

 

 

প্রেম আছে তাই,

পৃথিবীটা সুন্দর ;

সুন্দর হয় নারীর জন্য।

 

প্রেমের জন্য নারীর দরকার,

তাকে পাওয়ার জন্য ;

সৃষ্টি হয়েছে ভালবাসা।

 

প্রেম যদি হয় নিঃস্বার্থ,

তবে নারী নয় সর্বনাশী;

সে হয় কল্যানময়ী।

 

প্রেম যদি হয় চাওয়া পাওয়া,

স্বার্থ যদি থাকে পাওয়ার;

প্রেম নয় কভু বলা যায়।

 

লাইলী মজনু হয়েছে তারা,

প্রেমের শিরোমণি ;

ভালবাসাকে ঘিরে প্রেম আসে।

 

প্রেমের বাদাম তুলে,

পাল খাটিয়ে চলে যারা ;

চণ্ডীদাস আর রজকিনীর মত তারা।

 

না পাওয়ার তরে,

জীবন দেয় নদীর জলে;

কাপুরষ হয় বটে।

 

প্রেমের দহনে,

জ্বলে পুড়ে মরতে হয় ;

প্রেম হয় তখন সর্বনাশী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102