কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।
প্রেম আছে তাই,
পৃথিবীটা সুন্দর ;
সুন্দর হয় নারীর জন্য।
প্রেমের জন্য নারীর দরকার,
তাকে পাওয়ার জন্য ;
সৃষ্টি হয়েছে ভালবাসা।
প্রেম যদি হয় নিঃস্বার্থ,
তবে নারী নয় সর্বনাশী;
সে হয় কল্যানময়ী।
প্রেম যদি হয় চাওয়া পাওয়া,
স্বার্থ যদি থাকে পাওয়ার;
প্রেম নয় কভু বলা যায়।
লাইলী মজনু হয়েছে তারা,
প্রেমের শিরোমণি ;
ভালবাসাকে ঘিরে প্রেম আসে।
প্রেমের বাদাম তুলে,
পাল খাটিয়ে চলে যারা ;
চণ্ডীদাস আর রজকিনীর মত তারা।
না পাওয়ার তরে,
জীবন দেয় নদীর জলে;
কাপুরষ হয় বটে।
প্রেমের দহনে,
জ্বলে পুড়ে মরতে হয় ;
প্রেম হয় তখন সর্বনাশী।