কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
১২ ডিসেম্বর প্রথম এসেছিলে – কেঁদে কেঁদে এই ধরায়,
হাসি মাখা মিশুক ধাঁচের-করোনা কভু বড়াই।
সাজুগুজু বেশভূষায়-থাকো সর্বদা ফিটফাট,
জীবন তোমার রঙিন হোক-পেরিয়ে যাও সব ঘাট।
মা বাবার খুবই আদরের-দুই ভাইয়ের নয়নমণি,
এক পুরুষের প্রিয়জন তুমি-তার চোখে রাজরানী।
মায়াবিনী সুহাসিনী ডাক নাম তার পূর্ণ,
পূর্ণিমা হলো চাঁদের আলো জীবন হোক পরিপূর্ণ।
ব্যক্তি জীবনে সংযমী তুমি-উদার তোমার মন,
শিক্ষা পেশায় আন্তরিক এতো-ভালোবাসে সর্বজন।
সুখে থেকো সুস্থ থেকো- সারাজীবন পূর্ণিমা,
শুভ জন্মদিন শুভ হোক -এই তো মোদের বাসনা,
জাকিয়া ছাত্রীর শ্রদ্ধা অনুভূতি-রইলো শুভকামনা,
কবি দিলো দোয়া করে-সুখে থাকার ভাবনা।