রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

কবিতা : অহরহ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

মোঃ রহমত আলী

 

 

ভান ধরে ঘুমিয়ে আছে যারা,

তাদের জাগাতে পারবে না কোন কান্না,

তারা তো জাগ্রত,ঘুমন্ত তাদের বিবেক,

চোখ কান বন্ধ করে চলছে তাই !

 

জানে সব তবু ভান ধরা ধ্যানে,

বিপদে কারো দেয় না সাড়া মনেপ্রাণে,

কবুল করেনা গলদ করছে যা যা,

নিজের বাহাদুরি নিজত্ব-তে সীমাবদ্ধ !

 

খোঁড়াটাও এগিয়ে যেতে হিম্মৎ বাঁধে,

তবে এরা তো মজা নিতে নজর রাখে,

এদের তাণ্ডব লীলা হায় আফসোস,

যারা খুব নাকি হুঁশিয়ার তবুও চুপচাপ !

 

আগুন লাগিয়ে সংসার সহ সমাজে,

জলের বদলে নেভানোর ছলে-ছলে,

তারা কেরোসিন দেয় ঢেলে বহুরূপী ঢঙে,

আর কত আনন্দ উপভোগ তাদের রঙে !

 

গোটা জগৎ এক মায়ার চক্রভিউ,

বিভোর অহরহ স্বার্থের তালাশে কুচক্রী,

নেই চোখে নোনাজল,হ্যাঁ দুষ্টু মুচকি হাসি,

প্রায় নিভু-নিভু তবু উজাগর সত্যের দীপ !

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102