লেখকঃ গোলাম সরোয়ার খান
স্বাধীনতার এতো বছর পরেও
অসহায় মানুষ সাহায্যের আশায়,
এখনো ঘোরে, মানুষেরই দ্বারে দ্বারে,
কেউবা দেয় কেউবা ধাক্কা মারে।
অথচ দেশে অনেক সম্পদ আছে
শুধু সুষ্ঠ বন্টন ব্যাবস্থার অভাবে,
স্বজন প্রিতি আর দুর্নীতির কারণে
পণ্য পৌছেনা সুলভে মানুষের কাছে।
কিছু কিছু ভ্রষ্ট মানুষ দয়া করার নামে
অসহায় নর নারীর ভূষণ হরণ করে,
কাজের মেয়েদের ভালো না বেসে
নির্মম অত্যাচার নির্যাতন করে।
সম্মান সম্ভ্রম বিলিয়ে দিয়ে
অন্ন যেখানে আসে,
মনুসত্ত্বের ঐ সত্ত্বা সেখানে
কেমন করিয়া ভাসে!!
মজুদ্দারেরা সিন্ডিকেট করে
পণ্য রেখেছেন ঢেকে ,
মানুষ পাচ্ছে না নিত্য পণ্য
হাহাকার চারিদিকে।
পণ্যের উর্দ্ধ মূল্যের চাপে
মানুষ হয়েছেন দিশেহারা,
নীরব হাহাকার খাঁমছে ধরেছে
সমাধান দিবেন কাহারা!
শোষকপতিরা কানপেতে শোনো,
শোষিতরা কি ঐ বলে,
শোষিত মানুষ ছাড় দেবে নাকো
শোধ নেবেই যে কোন ছলে।
তবুও মোরা স্বাধীন হয়েছি সমস্যা থাকবেই,
সকলে মিলে কাজ করে যাবো
ভেদাভেদ ভুলে দেশকে গড়ে তুলবো,
স্বাধীনতার সুফল সমভাবে ভোগ করবো।।