নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বিশিষ্ট কবি সাহিত্যিক ও মানুষ গড়ার কারিগর শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা থেকে আগত আলো মিডিয়া গ্রুপ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানু।
গত ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামের বিশিষ্ট কবি সাহিত্যিক ও শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামলের বাড়িতে নিজ হাতে গড়া পাঠাগারে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তখন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান, তালেরতল গ্রামের আশরাফ হোসেন রতন প্রমুখ।
এ সময় কবি ও সাহিত্যিক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল বলেন, বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি আমার অনেক আগে থেকেই একটা আগ্রহের জায়গা ছিল। যখনই সময় পাই তখনই বসে পড়ি খাতা কলম নিয়ে। শিক্ষকতার পেশা চালিয়ে আমি কবিতা ও সাহিত্য নিয়ে আমার এই জায়গা পর্যন্ত পথ চলা। আমার এই ক্ষুদ্র কৃষ্টিকর্ম সমাজের সুফল বয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার এই লেখালেখি ছড়িয়ে দেয়ার জন্য সহযোগিতা কামনা করি।