কলমেঃ দেবিকা রানী হালদার।
রায়ের বাজার বধ্যভুমি ঘুমিয়ে আছে জাতির বিবেক
পৈশাচিক কান্ডে সেদিন সারাবিশ্ব হলো অবাক!
মেধা শূণ্য করা ছিলো “রাও ফরমানের” মাস্টার প্লান,
সেই পরিকল্পনায় সঙ্গ দিলো বাংলার কিছু বেঈমান!
হায়রে বাংলা, বাঙালি তুই, কেন এতো বেঈমান
সেই ঘাতকরা কেমনে আবার বাংলাদেশে মন্ত্রী হন?
শহীদুল্লাহ্ কায়সার ডাঃ আলীম, বলবো কতো সিরাজুদ্দীন
দুই হাজার জাতির বিবেক রক্ত দিয়ে শুধলো ঋণ!
তোরা কেম্নে মেনে নিলি বুদ্ধিজীবি হত্যাকারী
এইতো তোদের দে-শ প্রেম থুথু দিতেও ঘৃণা করি!
বাংলার মাটি বাংলার বাতাস কেম্নে তোরা গায়ে মাখিস
রাজনৈতিক গলাবাজি কেম্নে করিস তোরা “খবিশ” ?
আজ সেই চৌদ্দ ই ডিসেম্বর, বুদ্ধিজীবী নিধন দিবস
ফুল দিবি রায়ের বাজার, নির্লজ্জ তুই জানাই সাবাশ!
দু’টো কান কাটা যাদের, লজ্জা-শরম থাকে না তাদের
মঈন আশরাফ আলবদর নেতা আরও ছিলো মোল্লা কাদের!
‘৭১ এর ঘাতক যত সবাই তোদের জ্ঞাতি ভাই
সবাই মিলে পাকিস্তান যাও, বাঙালিরা এমন ই চাই!