একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বরে সংগঠনের হল রুমে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন,জেলা অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার সভাপতি ওয়ারেন্ট অফিসার মো: গোলাম রব্বানী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাসান আলী, উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক মো: বাবুল মিয়া, অর্থ সম্পাদক মুস্তাক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, আব্দুল কাইয়ুম, মো: জালাল উদ্দীন, জুলহাস উদ্দিন, বিধান চন্দ্র, রাজা মিয়া, জমির উদ্দিন, রফিক মিয়া প্রমুখ।
কেক কাটা ও আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে সমমনা ক্রেষ্ট ও গেজ্ঞী বিতরণ করা হয়েছে।