কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
মুখ দেখে ভাষা বোঝার
পেলাম না তো কেউ,
নয়ন জলে কপোল ভিজলে
মনে লাগে ঢেউ!
পেলাম না এমন সে জন
মুছবে চোখের জল!
বক্ষে আমায় টেনে নিবে
নামলে বৃষ্টির ঢল!
অশ্রুসিক্ত হলে পরে
মুছে দেয়ার জন,
বলবে এসে কাছে বসে
সব কষ্ট মুছে দেবো ক্ষণ!
চোখের সাথে চোখ মিলায়ে
বাঁচার আশ্বাস দেয়,
এমন মানুষ পেলাম নারে
সংসার বাধি কয়?
জীবন তরে হাতটা ধরলাম
ছাড়বো না কখন,
ঝড়-ঝঞ্ঝা মৃত্যু আসুক
একসাথে মরণ!