বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

পাবনায় এবছর বুদ্ধিজীবী দিবসে মাত্র তিন সংগঠনের শ্রদ্ধার্ঘ্য

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ Time View

পাবনা প্রতিনিধি:
পাবনায় বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। তবে এ বছর তিনটি সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের দুর্জয় পাবনা স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় পাবনা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় নিরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান স্মরণ করা হয়। তবে, জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগের ঐতিহাসিক দিনটি পালনে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানাতে না আসায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আগতরা।

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, ‘জাতিকে মেধাশূন্য করার নীল নকশায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগে বেছে বেছে এদেশের শ্রেষ্ঠ চিকিৎসক, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবীদের নির্মমভাবে হত্যা করে। এর পাশাপাশি পাবনাতেও মুক্তিযুদ্ধের ৯ মাসে জেলার মেধাবী বুদ্ধিজীবীদের বেছে বেছে নির্যাতন করে হত্যা করে। তবে, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও তাদের স্মৃতি ধরে রাখতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নতুন প্রজন্ম তাদের অবদান সম্পর্কে জানে না বললেই চলে। এটা আমাদের জন্য লজ্জার।’

সাংস্কৃতিক কর্মী ভাস্কর চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে জাতি গুণীর কদর করে না, সেখানে গুণী জন্ম নেয় না। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে যে অনীহা প্রদর্শন করা হচ্ছে তা আমাদের অকৃতজ্ঞতার পরিচয় বহন করে। লজ্জাজনকও বটে। মাত্র তিনটি সংগঠনের কর্মীরা পাবনায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে এসেছে। এটি খুবই দুঃখজনক।’

সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী আলমগীর কবীর হৃদয় নতুন প্রজন্মকে যদি আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, শহীদদের ত্যাগ তিতীক্ষা সম্পর্কে জানাতে না পারি তাহলে আমরা কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ে এবার বুদ্ধিজীবী দিবস পালনে অনীহা লক্ষ্য করছি। এটি কাম্য নয়। স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে না পারলে তারা পূর্বসূরীদের আত্মত্যাগ সম্পর্কে জানতেই পারবে না। এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরী বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102