মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রসাশনের আয়োজনে পালিত মহান বিজয় দিবস।
আজ ১৬ ডিসেম্বর সোমবার যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।
দিনের শুরুতে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রভাতফেরিতে মধ্যনগর উপজেলা বিএনপি, যুবদল , ছাত্রদল,সেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ,সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে মধ্যনগর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর মধ্যনগর বিশেষ্বশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), যিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার চেতনা রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া ও উপস্থিত ছিলেন মধ্যনগর থানা অফিসার ইনচার্জ, মধ্যনগর উপজেলা বিএনপির অংগসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অর্জন এবং বর্তমান প্রজন্মের করণীয় বিষয়ে আলোকপাত করেন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাঁদের ত্যাগ ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানানো হয়।
দিনটি উপলক্ষে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, স্কাউটের সেবা কার্যক্রম, আদিবাসী নারীদের ক্ষুদ্র শিল্প উৎসব এবং দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে। এসব আয়োজনে শিশু-কিশোরসহ স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।
মধ্যনগরের জনগণ দিনটিকে উদযাপন করেন গর্ব এবং অনুপ্রেরণার প্রতীক হিসেবে। মহান বিজয় দিবসের এই আয়োজন স্বাধীনতার চেতনাকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা ব্যক্ত করেন স্থানীয়রা।