আবুল কালাম তালুকদার
শুকনো পাতার মতোন ঝরে যাচ্ছে জীবনের সুখ
সোনা রোদে ঈর্ষার মেঘের হয় না বিদায়
কষ্টের নৈমিত্তিকে ভরে যাচ্ছে জীবনের খাতা
কালো ভাবনায় যুক্ত হচ্ছে অদৃশ্য ভয়ের সঞ্চালন
প্রতিবেশীর ইস্পাতের মতো উস্কানি জানান নিচ্ছে
সাম্প্রতিক সময়ের আতঙ্ক।
ঘটে যাওয়া জীবনের ঘটনায় স্বপ্নগুলো পদদলিত
আশার শতদল পাপড়ি গুলো হচ্ছে বিনাস
আতঙ্কিত ভোর ডাকে না দিনের সুসময়ে
সুখের পুষ্পরথ চলে যাচ্ছে দূরে নিরব দর্শকের মতো হারিয়েছে প্রতিবাদী ভাষা
ভগ্ন সময় ভরেছে অযত্ন আর অবহেলায়।