প্রবাসের কষ্ট
========
সুন্দর জীবন ত্যাগ করিয়া,
দিলাম প্রবাসে পাড়ি।
এখানে যে মরন পাদ ছিল,
তখন বুঝি নাই আমি।
প্রবাসে নাকি টাকা আছে,
সেটা বলে সবাই।
এসে দেখো একবার রে ভাই,
টাকা আছে কত।
দিন পর দিন চলে যায়,
মনে শান্তি নাই।
প্রবাস হল কষ্টের দরিয়া,
অনেকেই দেখে নাই।
প্রবাসীদের হাড় ভাঙ্গা কষ্ট,
কেউ বুঝে না।
মরন হলে লাশটাকে ভাই,
কেউ খুঁজে না।
কেমনে ভুলবো আমি
============
কেমনে ভুলিবো আমি,
আমার দেশের কথা।
বুকের মধ্যে আছে আজো,
আমার দেশের মায়া।
জন্ম ভুমি আমার সোনার চেয়ে দামি,
বাংলাদেশে জন্ম আমার,
কেমনে ভুলবো আমি।
বাংলা মায়ের মাটি হল,
সোনার মতো খাঁটি।
ধানের ঢেউয়ে সবুজ,
রুপালি ফসল খানি।
কত সুন্দর বাংলা মায়ের,
রুপালি জোসনা।
কেমন করে ভুলবো আমি,
বাংলা মায়ের জোসনা।