কলমেঃ মোছাদ্দেক সৈকত
বিজয়ের আলো ফুটে ওঠে,
রক্তে রাঙা এক ইতিহাসে।
মাটির বুকে লাল-সবুজ মেলায়,
মিশে যায় মুক্তির আহ্বানে।
কত কান্নার স্রোতে ভেসেছে দেশ,
কত স্বপ্ন হয়েছে চূর্ণ-বিচূর্ণ।
তবু মাথা নত হয়নি বাঙালির,
স্বাধীনতার প্রদীপ জ্বলেছে পুর্ণ।
আকাশ তখন রক্তে ভেজা,
পতাকার ভাঁজে বীরের আশা।
একটি দিনের প্রতিটি ক্ষণ,
লিখেছে ত্যাগের মহাকাব্য।
বিজয় মানে সাহসের ধ্বনি,
নয় কেবল একটি দিন।
বিজয় মানে শপথের শিখা,
নয় শুধুই স্মৃতির গহীন।
প্রতিটি হৃদয়ে আজও জ্বলে,
বিজয়ের মশাল দীপ্ত হয়ে।
এই আলোয় তৈরি হবে দেশ,
সত্যে ভরা এক বাংলাদেশ।
তাই বলি, বিজয়ের গান,
জেগে থাকুক আমাদের প্রাণ।
শহীদের স্বপ্ন ধরা দিক,
বাংলা হোক উন্নতির তরিক।