বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হল ধ্রুপদী ভাষা সম্মেলন

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ Time View

ভারত সংবাদদাতা:

বাঙালি বিশ্ব কোষের ব্যবস্থাপনায় ১৫ ডিসেম্বর, ২০২৪ রোববার
কলকাতার ‘বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি’র সভাঘরে অনুষ্ঠিত হল
ধ্রুপদী ভাষা বিজয় সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি যথারীতি সকাল ১১টায় শুরু হয়ে, সমাপ্তি ঘটে সূচি অনুযায়ী বিকেল সন্ধে ৫ টায়। বিশ্ব নন্দিত কিংবদন্তি সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের ৬৯ তম জন্মদিন পালনের মধ্যে দিয়ে শুরু হয়ে প্রথম পর্ব। অনুষ্ঠান মঞ্চে প্রবীণ মহান
এই সাহিত্যিককে মিষ্টি মুখ করিয়ে পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ
করা হয়। চলে আলোচনা সভা। এর পরের পর্ব ছিলো প্রয়াত নন্দিত কবি অরুণ চক্রবর্তীর স্মরণসভা এবং মরোণত্তর শিক্ষা রত্ন সম্মান প্রদান। তৃতীয় পর্বে ছিলো উপস্থিত গুণীজনের মধ্যে সম্মানীয় পদক বিতরণ। এ অনুষ্ঠানে আরও একটি
পর্ব যুক্ত হয়েছিলো যা ছিলো সোহেল আক্তারের সম্পাদনায় আন্তর্জাতিক
‘বাংলা কথা সাহিত্য’ পত্রিকার মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন
করেন দানবীর শ্রী অমর চাঁদ কুন্ডু।
আরও যাঁরা অনুষ্ঠানটিকে
মহিমান্বিত করেছেন, তাঁরা
হলেন _ “দৈনিক পুবের কলম ”
সংবাদ পত্রের সম্পাদক আহমেদ হাসান ইমরান ছাড়াও ডা, সিরাজুল ইসলাম, বলাই মন্ডল, সৈয়দ শীষ মোহাম্মদ,
অনিতা মুখার্জি…….. শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হন কবি ও শিক্ষক বিভাস দাস বালুরঘাট ,শশাঙ্ক শেখর মেটে নানুর, জিয়াউদ্দিন মোল্লা, শাহ জামাল পুরকাইত ,কানপুর হাওড়া,এম মতিন বীরভূম অধ্যক্ষ ড,রইসুদ্দিন ঝাড়খান্ড ,জনাব ইয়াসিন আক্তার সিউড়ি ,রিনা, প্রামানিক ধনিয়াখালি হুগলি ,সরস্বতী দাস মুর্শিদাবাদ ,অনিতা মুখার্জি নানুর বীরভূম। শশাঙ্ক , নূর হোসেন মন্ডল ঘটিয়ারী শরীফ সৈয়দ শীষ মোহাম্মদ মুর্শিদাবাদ , ডক্টর আবু তাহের মালদহ, ডাক্তার দীপ্তি মুখার্জী শিলিগুড়ি, অচিন্ত্যকুমার সরকার রাজশাহী বাংলাদেশ,শিবাসম্য বিশ্বাস হালিশহর ,মিনাল কান্তি দে সাগরদ্বীপ,উমাশঙ্কর মন্ডল সুন্দরবন।
গাধা সমাজরত্ন পেয়েছেন অমর চাঁদ কুন্ডু পূর্ব বর্ধমান শহীদুল ইসলাম মুর্শিদাবাদ সুদীপ্ত কুমার রায় সিউড়ি,

কবিরত্ন সম্মানের সম্মানিত হয়েছেন সবার আলী মন্ডল নানুর কবি-সাদ শামীম মুর্শিদাবাদ কবি আনিসুর রহমান নিউটাউন শিবসমূহ বিশ্বাস হালিশহর মিঠু ঘোষ নিউ টাউন জলপাইগুড়ি অসীম কুমার রায় নৃত্যরত্ন, আবু সালাম মোল্লা চিত্রশিল্পী রত্ন প্রমূখ প্রতিবছরেই বাংলা ভাষায় যারা কৃতিত্ব অর্জন করছেন তাদের মধ্যে বেছে বেছে বিভিন্ন প্রান্তের মানুষকে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয়। মানুষকে উজ্জীবিত করার জন্য বাংলা ভাষার প্রতি এই প্রয়াস আগামী দিনও বজায় থাকবে বাঙালি বিশ্বকোষের পক্ষ থেকে ব্যক্ত করা হয়।। যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলকে পল্লী কবি জসিম উদ্দিন সম্মান স্মারক এবং প্রশংসাপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102