কলমে : এম এ লতিফ
আজ সৃষ্টি সুখের উল্লাসে
বইছে জোয়ার বাতাসে
বুক ভরে যায় মন হাসে,
হাসছে সবাই নতুন খুশির উল্লাসে
নতুন শিশু এলো ধরায়
মন খুশিতে মা হাসে!
আজ সৃষ্টি সুখের উল্লাসে
ঐ ক্ষেপেছে নদীর জোয়ার
চারিদিকে বান ভাসে,
ভাসছে মানুষ বিপদ সীমায়
দুনয়নে জলে ভাসে
অনাহারে দিন কেটে যায়
গ্রাস করে নেয় মরণ এসে!
আজ সৃষ্টি সুখের উল্লাসে
কেউবা কাঁদে কেউবা হাসে
কেউবা আবার মন খুশিতে
ভেসে বেড়ায় চাঁদ আকাশে!
আজ সৃষ্টি সুখের উল্লাসে
রক্ত নদীর জোয়ার ভাসে,
যে জোয়ারে হারায় জীবন
বুক ফেটে যায় মায়ের কান্নায়
দুচোখ তার জলে ভাসে,
যায়রে জীবন যায় বুঝি
গ্রাস করে নেয় মরণ এসে!