কলমেঃ তুষার আহমেদ
—————-
যুদ্ধ জয়ের গল্প শুনে
হয়েছি আমি বড়
বাবার মুখে শুনেছি কত শত
পাক-হানাদারের গল্প।
জন্ম তখন হয়নি আমার
দেখিনি কোন যুদ্ধ
বাবা বলতেন ৭১ দামাল ছেলেরা দিয়েছিল কত রক্ত
মা বোনের আর্তচিৎকার,মাঠে ঘাটে পড়ে থাকা লাসের গন্ধ এনেছিল বিজয়ের লাল সবুজের পতাকা।
পেয়েছিল স্বাধীনতা ১৬ই ডিসেম্বরে
জীবন দিতে দ্বিধা করেনি মাতৃভূমির তরে
লাখ শহীদের রক্ত এখনো লেগে আছে
দুঃখীনি মা বোনের হা হা-কার
পিতাহীন সন্তানের মায়ের লজ্জা
আজ স্বাধীন দেশের
স্বাধীন পতাকা উড়ছে
মাঝি ভাটিয়ালী সুরে বিজয়ের আনন্দে বিমোহিত
কৃষকের বিজয়ের হাসি সোনালী ফসলের ক্ষেতে
জেলেরা মাছ ধরছে আপন মনে
রাখাল বাঁশীর সুরে বিজয়ের উল্লাস করছে।
১৬ই ডিসেম্বর এলে মনে হয়
আমি যদি হতাম বড় তখন
শহীদদের সাথে আমার নামটা লিখা থাকতো
মা বাবার গর্বে ভরে যেতো মন
সন্তান আমার দেশের জন্য জীবন দিয়ে
এনেছে স্বাধীনতা।