এম, আলমগীর হোসেন
নীল শাড়িতে রংধনু পাড়
উড়িয়ে বাতাসে,
শুভ্র মেঘের ঘোড়ায় চড়ে
শরৎ রানী আসে।
শুভ্র কেশে ধীর বাতাসে
নদীর কূলে কূলে,
কাশফুলেরা অভিবাদন
জানায় দুলে দুলে।
সকাল সাজে আকাশ মাঝে
খুশির আবির মাখি,
জোসনা ভরা রাতের তারা
স্বপ্নে ভরায় আঁখি।
বৃষ্টি রোদে সারাটা দিন
লুকোচুরি খেলা,
শরৎ রাণী সবুজ দেশে
ছড়ায় শোভা মেলা।