বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনীতি হবে জনসেবার জন‍্য, অথচ রাজনীতি হয়ে গেল জনগণের জন‍্য আতঙ্ক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আমদিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সভাপতি জনাব মাহবুব আলম সাপ্তাহিক আজকের জনকথা আয়োজিত খুলনায় নতুনতারা মিলনায়তনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বিএনপির ধানের শীষে সম্ভাব্য প্রার্থী আনিসুল হকের ঈদ শুভেচ্ছা বিনিময় বাগেরহাটের কচুয়ায় আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা,৪ পুলিশ আহত,গ্রেপ্তার ১৭ বিএনপির সম্ভাব্য প্রার্থী কামরুলের ঈদ শুভেচ্ছা বিনিময় বিতর্ক যেন কাউকেই ছাড়ছে না। কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলছি না। তাহলে আমরা যে মানুষ তার প্রমাণ কি? বাংলাদেশ হাইওয়ে পুলিশের একটি নির্দেশনা মূলক পোষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর আদাবর থানা শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এনায়েতপুরে সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ -৬ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

জাতীয় ৬ষ্ঠ ভাস্কর্য প্রদর্শনীতে বিলাস মন্ডল তৃতীয় স্থান অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

স্টাফ রিপোর্টার:

 

খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী বিলাস মন্ডল জাতীয় ষষ্ঠ ভাস্কর্য প্রদর্শনীতে তৃতীয় স্থান অর্জন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানান চিত্রশিল্পী মিলন বিশ্বাস।বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় শুরু হলো মাসব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০২৪’ এর ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার বিকাল ৪ টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাস্কর আতিকুল ইসলাম।ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯৮২ সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়। এ বছর ৬ষ্ঠ বারেরমতো অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী জাতীয় পর্যায়ের এ ভাস্কর্য প্রদর্শনী। এবারের সারা বাংলাদেশে সকল ভাস্কর্য শিল্পীদের মধ্যে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী সংখ্যা ২১৬ জন, ১৫৯ জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির ১৭৮ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানের পরে ১০ সম্মানসূচকসহ মোট ১৩ টি পুরস্কার প্রদান করা হয়। এবার ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য পুরস্কার লাভ করেন ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল, দ্বিতীয় পুরস্কার লাভ করেন আবদুল খালেক চৌধুরী এবং তৃতীয় স্থান লাভ করেন ভাস্কর বিলাশ মন্ডল। এবং সম্মানসূচক পুরস্কার পেয়েছেন ১০জন শিল্পী ।খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর ২০১৪ সালের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ভাস্কর বিলাস মন্ডল বাংলাদেশের মধ্যে জাতীয় শিল্পকলা একাডেমি থেকে যে অর্জন করেছেন সেই সংবাদ শুনে প্রিয় শিক্ষার্থী ভাস্কর বিলাস মন্ডলকে ফোনের মাধ্যমে অভিনন্দন জানায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং তিনি বলেন আমার শিক্ষার্থীর এই প্রাপ্তিতে আমি গর্বিত । চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীর এই প্রাপ্তিতে অনুভূতি ব্যক্ত করেন আমার শিল্প সাধনা সফল হয়েছে। কারণ আমি শিল্পী হতে না পারলেও আমার হাত ধরে বাংলাদেশের বিভিন্ন স্তরে এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় ড্রইং শিক্ষক হিসেবে পৌঁছে গিয়েছেন আমার প্রাণপ্রিয় অনেক শিক্ষার্থী। এবং বারবার জাতীয় পর্যায়ে সেরা সাফল্য অর্জন করেছেন। এতে আমি মনে করি এই সফলতা আমার স্বপ্নকে বাস্তবায়ন করেছে।বিলাস মন্ডলের এই অর্জন খুলনাবাসীর জন্য গর্বের। কারণ বিলাস মন্ডলের জন্মস্থান খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। খুলনা আর্ট একাডেমিতে বর্তমানে চারুকলা ভর্তি কোচিং এর ১৫ তম ব্যাচ পরিচালিত হচ্ছে। এই পর্যন্ত ২২১ জন শিল্পী বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেয়েছেন। পূর্বেও খুলনা আর্ট একাডেমির অনেক শিক্ষার্থী জাতীয় পুরস্কার অর্জন করেছেন।তাই খুলনাবাসীর সকলের সহযোগিতায় এবং আশীর্বাদ নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস নবীন শিল্পীদের পথপ্রদর্শক হিসেবে খুলনা আর্ট একাডেমি পরিচালনা করছেন।সৃষ্টিকর্তা এভাবেই যেন আমার শিক্ষার্থীদের সম্মানে ভূষিত করেন। তাদের সাধনায় সফল হলেই চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সাধনা সফল হবে এমন প্রত্যাশা নিয়েই তিনি শিল্পচর্চা করেন। জাতীয় প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিল্পীদের অভিনন্দন জানান খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102