কলমেঃ সাহেলা সার্মিন
==============
আমার মেয়ের জন্মদিন
আট বছর হলো পূর্ণ,
চতুর্থ শ্রেণির ছাত্রী এবার
যেনো হীরা খচিত স্বর্ণ।
দোয়া চাই আজি সবার কাছে
ভালো মানুষ হওয়ার,
জ্ঞানে গুণে সমৃদ্ধ হয়ে
চোখেতে থাকে সবার।
মা-বাবার প্রিয় হয়ে
থাকে যেনো আজীবন,
মা-বাবা এবং গুরুজনের
সেবা করতে পারে সর্বক্ষণ।
এমনি জন্মদিন যেনো
বারবার ফিরে আসে,
মানব দরদী হয়ে যেনো
সকল মানুষকে ভালোবাসে।