মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে এফআইভিডিবি বিএইচএ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২ Time View

মিজানুর রহমান বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার বিশম্বর পুর উপজেলায় এফ আইভিডিবি বিএইচএ প্রকল্পের
ইউএসএআইডি’র অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন সংস্থার সহযোগীতায় ও এফআইভিডিবি’র বাস্তবায়নে সিলেট অঞ্চল এবং বাংলাদেশের অন্যান্য জেলার দুর্বল সম্প্রদায়ের জন্য স্থিতিস্থাপকতা, পুনরুদ্ধার এবং কার্যকর প্রতিক্রিয়া প্রচারের জন্য স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার ‘লক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।

২৩ ডিসেম্বর সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সেভ দ্যা চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার দিলদার মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান।

সভা সঞ্চালনা করেন এফআইভিডিবি-বিএইচএ এর প্রজেক্ট অফিসার আব্দুর রউফ ও প্রজেক্ট প্রেজেন্টেশন শেয়ার করেন প্রজেক্ট কো- অর্ডিনেটর ফুজায়েল আহমদ। সভার নোট কিপার হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার লাইভলিহুড এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আরিফ রব্বানী এবং সার্বিক সহোযোহিতায় ছিলেন কোম্পানীগঞ্জ তুহিন আহমদ রাফি অমিয় বর্মন লিটন, উম্মে হানি, সেলিনা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, রাইমস এর প্রোগ্রাম ম্যানেজার ফখরুল আরিফিন, সেভ দ্যা চিলড্রেন এর প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রজত কান্তি, সাংবাদিক মিজানুর রহমান, সাদিকুর রহমান সহ এনজিও প্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলেন, এফআইভিডিবি ১৯৮১ সাল থেকে সিলেট অঞ্চলে একটি শীর্ষস্থানীয় এনজিও হিসাবে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, ক্ষমতায়ন, জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে এবং বিভিন্ন কর্মসূচিসহ সরকারের সাথে সক্রিয় ও ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। বিএইচএ প্রকল্পে বিশ্বম্ভরপুর উপজেলায় ডিজাস্টার রিস্ক রিডাকসান পলিসি এন্ড প্রাক্টিস ও সচেতনতার বিষয়ে কাজ করবে। টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহিষ্ণুতা, পুনরুদ্ধার ও কার্যকর প্রতিক্রিয়া প্রচারের জন্য ও দূর্যোগ বিষয়ে স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার জন্য এই প্রকল্পটি একটি বাস্তবমুখী প্রয়াস হবে। যার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের নির্দিষ্ট বিষয়ে নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন ও স্থায়িত্বশীল উন্নয়ন সাধিত হবে এবং জাতীয় লক্ষ্যমাত্রা সঠিকভাবে অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102