সংবাদদাতা: ভারত
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বালকী উচ্চতর বিদ্যালয়ে অনুষ্ঠিত হল “প্রাক্তনী উৎসব”। ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক সাহাদাত হোসেন সাহেব ।বৃক্ষরোপণ, শিক্ষক-শিক্ষিকা কর্মীদের স্মৃতি ফলকে শ্রদ্ধার্ঘ্য এবং সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে অতিথিদের আলোকধারা মুক্তমঞ্চে ফিতা কেটে মঞ্চে আসন অলংকৃত করেন সাহাদাত হোসেন সাহেব। বিশেষ অতিথি আসন অলংকৃত করেন মাননীয় পরিমল বৈদ্য, প্রদীপ মুখার্জী, রিয়াজউদ্দিন সরদার, গোবিন্দ পান্তি, এ কে শাহাজান, পলাশ সরকার, সুজিত ঘোষ, গীতা চক্রবর্তী, স্বপন গাইন প্রমুখ প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অতঃপর সমবেত কন্ঠে উদ্বোধনী সংগীত “ধনধান্যে পুষ্পে ভরা” পরিবেশিত হয়। সাথে সাথে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সুনিতা মন্ডল। সকলকে ব্যাচ উত্তরীয়, মেমেন্টো এবং শাল দিয়ে বরণ করে নেওয়া হয়। সকল অতিথি বৃন্দ প্রাক্তনী পুনর্মিলন উৎসবকে কেন্দ্র করে স্বাগত ভাষণ দেন উৎসব কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় ইউনুস হোসেন সাহেব। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রকাশিত হয় প্রাক্তনী পত্রিকার দ্বিতীয় বর্ষের, দ্বিতীয় সংখ্যা। মোড়ক উন্মোচন করেন গোবিন্দ পান্তি মহাশয়, প্রাক্তনী পত্রিকার দুই সম্পাদক আনারুল হক ও গোকুল মন্ডল। এছাড়াও ছিলেন সরবত আলি মণ্ডল, সাইদুর রহমান, মাকফুর রহমান, তরুণ মন্ডল, উজ্জ্বল সরকার সহ মঞ্চে উপবিষ্ট সকলেই। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ২০২৪ এ প্রথম স্থান অধিকারী দু’জন, দ্বিতীয় স্থান অধিকারী দুজন এবং তৃতীয় স্থান অধিকারী দুজন করে ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। দুঃস্থ মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ এবং দুপুরের আহার তুলে দেওয়া হয়।
বালকী হাই স্কুলের একশত সত্তর জনের অধিক প্রাক্তন ছাত্র-ছাত্রীদের গোলাপ দিয়ে বরণ করে প্রাক্তনী পত্রিকা, উত্তরীয়, মমেন্টো, দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন রাজিয়া খাতুন, রুনু ইসলাম, মিঠু মন্ডল, শিখা মন্ডল, অম্বিক মণ্ডল, সুমিত ব্রহ্ম, রানী দত্ত সহ আরো অনেক ছাত্র ছাত্রী। পরিবেশিত হয় সাইদুর রহমান রচিত শ্রুতি নাটক “হাই রাঙ্ক” অভিনয়ে সরবত আলি মণ্ডল ও সাইদুর রহমান। হাস্যকৌতুক পরিবেশন করেন প্রদীপ রায় চৌধুরী। উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠ ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জয়দেব বিশ্বাস, অরবিন্দ পান্তি, আব্দুল খালেক, জগদীশ চন্দ্র সরকার, নুরুল হক মন্ডল, বৃন্দাবন সরকার, বিশ্বনাথ সরকার, ফারুক হোসেন দফাদার, প্রবীর সরকার, আরিফ মোঃ মন্ডল, কুন্তল সরকার, পঙ্কজ মণ্ডল, শিখা মন্ডল, রাজিয়া খাতুন, মরিয়ম দালাল সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাননীয় মাকফুর রহমান ও অপূর্ব মন্ডল মহাশয়।