এস.এম.সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:
দক্ষিন -পশ্চিমাঞ্চলের ১০ জেলায় হলুদ সাংবাদিক ভুয়া সাংবাদিকের অত্যাচার দিনদিন বেড়েই চলছে। দক্ষিন -পশ্চিমাঞ্চলের ১০ জেলার বাগেরহাট সহ প্রত্যেকটি জায়গায় মানুষের নৈতিক দায়িত্ব না থাকার কারণে কথিত সাংবাদিকেরা দাপিয়ে বেড়াচ্ছে।সাংবাদিকতার নাম ভাঙিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য। তথাকথিত আইপিটিভি (ইউটিউব), অনলাইন নিউজপোর্টাল ও যত্রতত্র ফেসবুক লাইভ, প্রেস লেখা স্টিকার, আইডি কার্ড ঝুলিয়ে অবাধে চলাচল করছে ওইসব সাংবাদিক নামধারী ব্যক্তি। অথচ তাদের কোনো অনুমোদন নেই, নেই কোন শিক্ষাগত যোগ্যতা, পেশা পরির্বতন করেই হয়ে যান সাংবাদিক,
মাছের পোনা বিক্রেতা, কাঠমিস্ত্রি, মুদি দোকানদার, হলুদ মরিচ বিক্রেতা, সুদের কারবারি, ব্যাটারি বিক্রেতা, ডাক্তারের সহকারী থেকে রাতারাতি সাংবাদিক হয়ে দাবিয়ে বেড়াচ্ছেন দক্ষিন -পশ্চিমাঞ্চলের ১০ জেলার অলিতে গলিতে এই নামধারী সাংবাদিকরা।
কোন নিউজ লিখতে না পারলেও তারা বড় সাংবাদিক, গলায় ক্যামেরা ঝুলিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কথিত এই সাংবাদিকরা।
বাল্যবিবাহ, মারামারি, স্বামী স্ত্রীর যুদ্ধ, পরকিয়া,মেম্বারের অনিয়ম ছাড়া অন্যকোন জনস্বার্থের সংবাদে এই সাংবাদিকদের দেখা মিলে না।
তারা শুধু ইউটিউব ও ফেসবুকে একটি প্রোফাইল তৈরি করে সেটিকে টিভি চ্যানেল অথবা নিউজপোর্টাল হিসেবে ঘোষণা করে প্রচার করে হচ্ছে। এমনকি নারী নির্যাতন, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িতরাও সাংবাদিক পরিচয় দিচ্ছে সর্বত্র। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতা কিংবা সংবাদ লিখতে না জানলেও নামসর্বস্ব কিছু পত্রিকার কার্ড কিনে রাতারাতি হয়ে যাচ্ছে সাংবাদিক। গত এক বছর যাবৎ ভুয়া সংবাদকর্মীদের তৎপরতা বেশি দেখা যাচ্ছে এরা যেখানে-সেখানে অবাধে বিচরণ করছে এরকম কয়েকশ ভুয়া সাংবাদিক। করে যাচ্ছে নানা অনৈতিক কর্মকাণ্ড। এসব নীতিহীন কর্মে বাড়ছে গুজব, অপপ্রচার, বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।
বাগেরহাটের একজন পেশাদার সাংবাদিক বলেন, এদের জন্য সমাজে এবং জাতির কাছে পরিপূর্ণ ভাবে আমাদের ভাব মূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। কেউবা আবার আমাদের প্রেসক্লাবের নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মাসোহারা নিয়েও চলে। কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীরা এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রেস কার্ড ব্যবহারকারী অনেকেই আছে বিভিন্ন কর্মসংস্থান থেকে সাংবাদিকের নাম ভাঙিয়ে বিভিন্ন হুমকি ধমকিও দিয়ে আসছে, যারা নিজের নামটাও ভালো করে লিখতে পারে না।