কলমেঃ মোঃ মাসুদুর রহমান
মাদকাসক্তি, নাই যার মুক্তি, আসক্তি তরু-বুড়োগন
বস্তির পাত্র, আসক্তে গাত্র ক্লান্তি প্রান হয় অচেতন
হাঁটি পথ গুটি, মাটিতে পর লুটি,দাঁড়াই হস্ত ধরি পাদপ
অচেতন প্রান, পাগলের জ্ঞান,আশ্লিল ক্ষীণ প্রান উদ্ভব
ললনা ভয়ে কাতর, পালায় এ পথ প্রান্তর, পাগল কয় গেলে বনিতা মনোহর
মিথ্যে স্বপ্ন আঁকি বসি রাস্তার পাশে,একলা হাসে, যেতে পদ বহুদুর
বধু বলে জন্মমাতা, বসি খায় লতা পাতা,এ নষ্ট তনয়
ফনী তেজ গাত্র বিষাদ,ভাঙিবো পাহাড় ঠেলি মস্ত, উত্থান হর্ষ প্রলয়
স্বর্ন ফেলে, কাঁচ তুলে,হয় জীবন ক্ষীণ হীন প্রান
মিথ্যে আশা, চিত্তে ঘষা, মিথ্যে স্বাদ, মিথ্যে যত উত্থান
অজ্ঞান হয় অচেতন,পায় কি সে স্বাদ, জীবন নষ্ট বিষাদ প্রমোদ
পিতার পাত্র গোয়াল,গাত্র পোষাল, পাগলা ভোলার সাধ
পিতার দোষ, পাত্র পোষ, যন্ত্রণা পোহাল কি গাত্রে ঘাত
আদলে সোহাগ,গাত্র পোহাক, বড় হোক আদরে পভূত
বাবার পাশে, আসক্ত নিশে,দিশে সর্বহারা দীক্ষে শাসন
নহে প্রতিবাদ, বাবার মুখে প্রমোদ,চৌর্য শিক্ষা প্রষোন
পুত্রের মন জোগায় পিতৃজন,হাঙিলে আঘাত,চিত্ত পরে ঘাত
চৌর্য হতে পিতার ভাগ কমে,চলি বাম,বলিলে নষ্ট তোমার পুৎ
আসক্ত নেশায়,কর্ম পেশায়, দরিদ্র বল,ভূক্ষারি ভূমন্ডল
নব দিন, দরিদ্র মহীন, আসক্তে জাতি, তারি প্রতিফল
অঙ্গনা আঁচল তলে নন্দন, আসক্তে জাতি, হয়েছে পূর্ব পশ্চাৎ
স্পেনি-বাগদাদ, মাদকে আসক্ত ললনা ফনী, মুসলিম বাদশাহ হলো কাঙ্গাল
নিল স্বপ্ন-প্রান ধন্য,ভাবি চিন্তা-কর্ম বৃথা, হস্ত অচল
মাদকে আসক্ত,কর্ম বিষাক্ত, উন্নতি আনল, অবনতি বদল
স্বজন আত্মীয় সবার,পাত্রের মহাভার,গড়িতে সত্য জীবন
বহুদিন আসক্ত নেশায়,কর্ম পেশায়, খুঁজে পাই নেশা মিথ্যে সন্ধান
জাতি পশ্চাৎ, ক্ষমতা বিচ্যুত,সৌরাচারের বল
সাধারণ জ্ঞান,নহে অজ্ঞান,সৌরাচারের সংঘর্ষ বদল
মাথা তুল,দাড়াবো ভূমন্ডল, সম্মান বিনে বাঙালি জাতির
জ্ঞানি গুন, অজ্ঞান মন, ত্যাগি তার উপহার