মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভবপুর উপজেলায় সাদপন্থী তাবলীগ জামাতের অপকর্মের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্বম্ভরপুর উপজেলার বিপ্লবী চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রাতের আধারে ঘুমন্ত মুসল্লিদের কে নির্মমভাবে হত্যাকারী সাদপন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে তাদের সকল কর্মকান্ড বন্ধ ও খুনিদের ফাঁসির দাবিতে বিশ্বম্ভরপুরে মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
বিশ্বম্ভবপুর উপজেলার চিনাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম এর সভাপতিতে দারুন নাজাত মাদ্রাসার মুহতামিম ও উপজেলা থানা মসজিদের ইমাম মাওলানা মোয়াফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উপদেষ্টা নতুনপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুল আজিজ, মথুরখান্দি কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ আব্দুল হক, শায়খ মাওলানা আব্দুল কাদির শেলমস্তপুর, ভাঘবের মাদ্রাসার মুহতামিম মাওলানা জাবের আহমেদ, পলাশ বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা তাহের আহমদ, সুমাইয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা শহিদুল্লাহ পলাশী, আব্দুল কাদির মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাসিত, ইকবাল হোসেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুল হক, চার গ্রাম ললিয়াপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হুমায়ুন কবির, কারেন্টের বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম, মুক্তিখলা মল্লিকপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হক, মিয়ারচর মাদ্রাসার মুহতামিম মোস্তফা কামাল তাবলীগ জামাতের আমির ডাক্তার মোঃ ইব্রাহিম, শিক্ষক মাওলানা হাসান, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা গোলাম মর্তুজা, মাওলানার রেজওয়ান প্রমূখ।
বক্তারা উল্লেখ করেন যে বিশ্বম্ভরপুর উপজেলায় সাদপন্থী তাবলীগ জামাতের ইসলামী কার্যক্রম প্রচারে সাংঘর্ষিক তা বন্ধ করার দাবি জানান। পরে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ ও তৌহিদি জনতার পক্ষে ৫ দফা দাবি পেশ করে একটি স্মারকলিপি প্রদান করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের কাছে।