কলমেঃ কাকলি বিশ্বাস (পশ্চিমবঙ্গ, ভারত)
সারমেয়র মত রোজ তোমার গন্ধ খুঁজি,
সেই চেনা গন্ধের মধ্যে যে মাদকতা আছে,
সেই মাদকতা কোন দামী পারফিউমে কি পেতে পারি ?
সেই কথা কি প্রচারের না প্রকাশের!
সরীসৃপের মত রোজ তোমার আলতো মসৃণ স্পর্শকে অনুভূতিতে খুঁজি,
সেই খুব পরিচিত আদুরে স্পর্শের মধ্যে যে সুখানুভব আছে,
সে অনুভূতি কি অন্যকোন অনুভূতির মধ্যে খুঁজে নিতে পারি ?
সেই কথা কি প্রচারের না প্রকাশের!
তা কেবল একান্তই ব্যক্তিগত আবেগানুভূতি বলেই মান্যতা দিতে বলি।