কলমেঃ পত্রলেখা ঘোষ
বয়স বাড়বে বেড়েই চলবে
এতো প্রকৃতির নীতি,
সেই অজুহাতে হবে কি বন্ধ
জীবনে চলার রীতি?
আপন খেয়ালে বেড়াবো ঘুরবো
দেখবো জগৎটাকে-
সুযোগ পেলেই সাড়া দেবো আমি
প্রকৃতি আমাকে ডাকে।
ফুচকা দেখলে মন খেতে চায়
আচার চেখেও দেখি,
কথা শুনে আজ বুঝতে শিখেছি
কে আসল কেবা মেকি।
আগের মতন রূপ নেই আর
ভাঁজ পড়ে দেখি গলে-
বয়স বাড়লে ফুটন্ত ফুল
অস্তের দিকে ঢলে।
রং বেরঙের পোষাক পরবো
হোক না হাঁটুতে ব্যথা,
সবার সাথেই সম্প্রীতি থাক
কইবো মনের কথা।
রক্তে বাড়বে চিনির মাত্রা
বাড়বে বাতের কষ্ট-
এসব নিয়েই কাটবে জীবন
বুঝে গেছি আজ স্পষ্ট।
জ্ঞানের পরিধি বাড়তে থাকুক
সবুজ থাকুক মন,
সতেজ থাকুক মনটি আমার
পাশে থাক প্রিয়জন।
সহযোগিতার হাতখানি আমি
বাড়াই সবার তরে,
ভালোবেসে যেন জীবনটা কাটে
পরকে আপন করে।
হঠাৎ মরণ ডাকলে আমায়
চলে তো যেতেই হবে,
আক্ষেপ যেন না থাকে আমার
জীবন সফল তবে।
বাকি জীবনটা কাটাবোই আমি
সকলের সাথে হেসে-
এমন ভাবেই বাঁচবো ধরায়
জীবনকে ভালোবেসে।