শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

কবিতাঃ আমার মরা লাশ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০ Time View

কলমেঃ প্রকৌশলী মোঃ মনসুরুল হক

হঠাৎ করিয়া আমি যাবো মরিয়া,
পাড়া পড়শি আসবে সবে খবর শুনিয়া
দেখিতে আসিবে আমার মরা লাশ-২

আত্মীয় স্বজন ভিড় করিয়া কাঁদিবে
সবে বিলাপ করিয়া কান্নার তুলবে রুল
দেখিতে আসিবে আমার মরা লাশ-২

পাড়া পড়শী সব মিলিয়া শেষ বিদায়ে
কেউবা মিলে খবর খোড়বে মাপ মত
কেউবা কাটবে ঝাড়ের কাচা বাঁশ
দেখিতে আসিবে আমার মরা লাশ-২

বড়ই পাতা গরম জলে শুয়াইয়া
মশারির তলে, কাপড় খোলে শেষ
গোছল দিবে, সবাই ডলিয়া ডলিয়া
দেখিতে আসিবে আমার মরা লাশ-২

মা-বাবা, ভাই-বোন কাঁদিবে অঝোরে
আত্মীয় স্বজন হঠাৎ করে মুর্চা যাবে
কাঁদিয়া কাঁদিয়া হইবে সবে পেরেশান
দেখিতে আসিবে আমারে মরা লাশ-২

মসজিদেরও ঐ পাল্কি খানা আনিয়া
জানাযা শেষে আমায় নিয়ে যাবে সবে
গোরস্থানে সবাই মিলে হাটিয়া হাটিয়া
দেখিতে আসিবে আমার মরা লাশ-২

খাট বিছানা ছাড়া আমায় রাখিবে সবে
মাটির ঘরে কবর দিয়ে আসবে সবাই
একা ঘরে একলা রেখে সঙ্গের সাথী নাই
দেখিতে আসিবে আমার মরা লাশ-২

হঠাৎ একদিন আমি যাবো মরিয়া,
পাড়া পড়শি আসবে সবে খবর শুনে
দেখিতে আসিবে আমার মরা লাশ-২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102