কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তুমি কায়াহীন ছায়াহীন এক প্রেতাত্মা
পরান্মুখ তুমি পরান্নভোজী পাপিষ্ঠ অপকৃষ্ট হতচ্ছাড়া,
দেশ-জাতি সমাজ মানবের অনিষ্ট সাধনে আত্মনিয়োগ
আসছে সেদিন যত গুনাহ অধর্ম্যের প্রক্রিয়ায় পড়বে হাতকড়া!
ধর্ম ধোঁকার ধর্মধ্বজী তুমি সুযোগ সন্ধানী লম্পট
একদিন হবে গুমোর ফাঁক, কাটবে জনতা তোমার নাক,
সেদিন, যেদিন আসবে এমন অধিনায়ক জননেতা কেউ
রেসকোর্স ময়দানে সত্যের কাছে আত্মসমর্পণের দিবেন ডাক!
স্রোতস্বিনী তটিণী-র তরঙ্গ সংকুল উর্মির বুকে ভাসে
তোমাদের মত শিকড়হীন শেওলা কচুরিপানা,
ব্যাকুল জনসমুদ্রের তোড়ে সব অসত্য মিথ্যা কারসাজি
ভেসে যাবে, পাবেনা সময় চাইতে ক্ষমা,ভিক্ষা পানা!
স্ব সত্তায় খুঁজে তোমার আঘ্রণে আরক্ত দেহ মসীলিপ্ত করবে জনতা
পার গাছা তুমি সালোকসংশ্লেষণে অক্ষম ফরল্যা তরূ
করজোড়ে লাজবিদ্ধ অবয়বে দাড়াবে খড়গ উদ্যাত জনতার সামনে
রুপোর টাকা কাগজের ডলারে পার পাবেনা যত ধরো গুরু!