মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।
মাকে যত ভালোবাসি,
বাবাকেও তত বাসি।
ভাই কে অত ভালোবাসি
বোনকে ভালোবাসি।
দাদাজানকে বাসি ভালো,
দাদীকে ভালোবাসি।
নানাকে ভালোবাসি আবার,
নানি কে ভালোবাসি।
চাচা কে ভালোবাসি আরও,
চাচীকে ভালোবাসি।
মামাকে ভালোবাসি ভীষণ,
মামীকে ভালোবাসি।
ফুফুকে ভালোবাসি অনেক,
ফুফাকে ভালোবাসি।
গরীব শিশু অনাথ শিশু,
তাকেও ভালোবাসি।
দুর সম্পর্কে আত্মীয় বাবার,
বড্ড ভালোবাসি।
অসহায় প্রতিবেশী স্বজন,
খুবই ভালোবাসি।
প্রতিটি মানুষকে আমি,
নিজে ভালোবাসি।
এই দুনিয়ায় সকল মানুষ,
আমি ভালোবাসি।