কলমেঃ কামরুন নেসা লাভলী
হবে কী পূর্ণ বল
ফেলে এই চোখের জল?
অন্তর করিয়া দূষণ
দেহে পড় শুদ্ধ ভূষণ
যারে দিলে তুমি আসন
সে মানে নাই কোন শাসন
ভোগের-ই মত্ত খানায়
শয়তানের কু-মন্ত্রণায়
মুমিনের ঘরে কু-মিন
কান্দে আসমান জমিন
আমানত হয় খিয়ানত
ভুলিয়া হায়! কিয়ামত
কেবল-ই পাপ করে দংশন
চলে যায় তাই পুণ্যের বাধন
যদি মান সত্য ভাষণ
তবেই ভাঙিবে দুঃশাসন
সময় থাকতে কররে মন
মনের-ই সাধন
প্রভুর কৃপায় —-
পেতেও পার অমূল্য রতন।।