কলমে: এম এ লতিফ
আমি সাজাবো বাসর
গুনেছি প্রতীক্ষার প্রহর,
একে একে কেটে গেল কতো রজনী,
ছিলো কতো মধুময় স্বপ্ন
আলোর দুয়ার হলো যে আঁধার,
তুমি তো আমায় ভাবোনি,
ওগো ব্যাথার রাগিনী!
কুহু কেকা ডেকে যায়
পাখির কলরবে হয় ভোর
কেটে যায় রজনী,
বিষন্ন প্রহর দেয়রে যন্ত্রণা
আমায় তুমি বুঝনি,
ভেঙে দিলে মন ভেঙে দিলে স্বপ্ন
ওগো ব্যাথার রাগিনী!
সুবাসিত পুষ্প সুবাসিত হলো না আর
রাত জাগা পাখিগুলো কথা বলেনি,
আমি গুনেছি প্রতীক্ষার প্রহর
তোমার প্রতীক্ষায়
ভেঙে গেলো স্বপ্নের বাসর,
দিন দিনান্তে কেটে গেল কতো রজনী,
দুঃসহ জীবন মধুময় স্মৃতি দেয়রে যন্ত্রণা
ওগো ব্যাথার রাগিনী
আজও তোমায় ভুলিনি!