বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

কবিতা: এসেছে শরৎ = কলমে: মোঃ আব্দুল রহমান

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

সাদা সাদা কাশফুলে মুখরিত মাঠ,
ছলছল জলে ঝিকমিক নদী, নালা, ঘাট;
নীলে নীলে ভেসে চলে মেঘে গগন ললাট,
বনে বনে কোলাহলে পাখিদের হাট।

ফুলে ফুলে ভরেছে প্রকৃতি আজ,
ডালে ডালে নব পল্লবে দেখি বাহারে সাজ;
ঘাসে ঘাসে ভেজা শিশিরের আলতো লাজ,
মাঠে মাঠে চাষিরা করে ঐ কাজ।

বাড়ি বাড়ি নবান্নের পিঠে-পায়েস,
গানে গানে তরীতে মাঝির আনন্দ আয়েশ;
কুলু কুলু ধ্বনিতে ভাসায় স্বর্গপুরির এ দেশ,
বর্ষার স্রোতস্বিনী শরতের উন্মেষ।

মনে মনে আগুন লাগে খুশিতে,
ঢাকে ঢাকে শুভ আগমনীর বার্তা হাসিতে;
রঙে রঙে মেতেছে মানব উৎসব ডালিতে,
দিকে দিকে জয়ধ্বনি ঐ শরতে।

ধীরে ধীরে চোখ মেলে ঋতুর রানী,
দিকে দিকে শোনাতে চাই সে শান্তির বাণী;
মনে মনে ঊষার দীপ্ত আলোকে এই ধরণী,
প্রাণে প্রাণে দিল বার্তা সে আগমনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102