বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

কবিতা: নন্দিতা = এস এম মনিরুজ্জামান আকাশ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

তুমি সাঁঝের বেলার রাঙা গোঁধূলী-
আত্মার মাঝে নিঃশ্বাসের বায়ু ধারা,
অকৃজ্ঞ প্রাণের বিমর্ষ ছোঁয়া রং তুলি-
তোমার আবহ ভাবনায় এ হৃদয় আত্মহারা !
পদ্মরাগে আবদ্ধ তুমি কিশোর প্রেমিকের-
তোমায় স্পর্শ করতে চায় প্রেমিক অনুরাগে ঢের…

স্বপ্ন কন্যা তুমি অনেকের নিদ্রা জাগরণে-
পায়না পাশে ভাবে তারা একাকীত্বে বসে,
আঁকে মানস প্রতিমা রং তুলি’তে আনমনে-
তুমি হয়তো বুঝবেনা তারা তব কত ভালোবাসে ।
আদরিনী নন্দিতা যে তুমি আবহমান কালে-
হয়তো জানিনা তুমি লেখা আছো কার ভালে…

তুমি দূর্দান্ত বিজয়ে আসবে কবে এ হৃদয়ে-
এ চিত্তের কাব্যকুঞ্জে নায়িকা নয়তো মহারানী,
ভাবি তা একাকী কবিতায় সুর-ছন্দ-তাল লয়ে,
নিরস জীবনে চলার পথে চাই হবে সহযাত্রী ঘরণী!
তোমাতে আমাতে মিলনে হবে কুমার বা কুমারী-
হবে সার্থক প্রীতি স্পর্শিত ভালোবাসায় তুমি নার…

নন্দিতা তোমার সুর মূর্ছনায় নিশ্চুপ নির্বাক আমি-
সুরের খেয়ালে ভুলে যাই সব কাজ কর্ম ইত্যবসরে,
হয়তো ভাবনার বেড়াজালে আবদ্ধ রয়েছো তুমি-
নিজেকে না ভেবে তোমায় ভাবি রোজ অগোচরে।
পুঁষে রেখেছি হৃদয়ের গহীনে পুঞ্জীভূত দুঃখ কথা-
যদি চাও এসো ফিরে বুকে ওগো সুচিত্রা নন্দিতা……

(সুত্রঃ কবি ও ঔপন্যাসিক শম্পা কোড়াইয়া,
জয়রামবের,রাঙ্গামাটিয়া,কালীগঞ্জ, গাজীপুর-কে প্রনয় প্রীতির পসরায় উৎসর্গীত)

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
kdaakash2024pabna@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102