সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

কবিতা: শ্লোগান তোলো

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

কলমে: প্রসপারিনা সরকার

***
জেগে ওঠো, জেগে ওঠো
সত্য আলোয়, জেগে ওঠো
ঘুমন্ত সব তরুন দল
ভয়াল থাবায় গ্রাস করেছে সমাজ জাতি ধর্মান্ধ শনির দল ৷
***
গর্জে ওঠো, গর্জে ওঠো
অনাচার দুঃশাসনে গর্জে ওঠো
মুক্ত চিন্তার কবির দল
কলম অস্ত্রে, শব্দ বাক্যে
ভেঙ্গে দাও রাহুর বল ৷

***
জ্বালো জ্বালো মশাল জ্বালো গাঢ় অন্ধকারে মশাল জ্বালো
আদর্শ জ্ঞানীগুণী সুধীর দল
দিব্য জ্ঞানের প্রদীপ জ্বেলে ঘোচাও আঁধার ধুম্রজাল ৷

***
লিখো লিখো নির্ভয়ে লিখো মানবতার , জয় গান লিখো
উদার বুদ্ধির লেখক দল
নতুন সুরে নতুন ছন্দে
গেয়ে ওঠো গায়ক দল ৷

***
আগাও আগাও সামনে আগাও চির বন্ধ দ্বার খুলে আগাও
বঞ্চিত সব নারীর দল
শাসাও রুদ্ররূপে চোখ রাঙিয়ে ঐ ঘৃণ্য সমাজ ধর্মের পেশীর দল ৷
***
স্লোগান তোলো স্লোগান তোলো প্রতিবাদের স্লোগান তোলো
ক্ষুধার্ত সব শ্রমিক দল
থামাও ন্যায্য দাবির আন্দোলনে
মালিক শ্রেণীর শোষণ কল ৷

***
*ভাঙ্গে ভাঙ্গো প্রাচীর ভাঙ্গো *দুঃশাসকের শক্ত প্রাচীর ভাঙ্গো
*বীর সাহসী নবীন প্রজন্ম দল
*ন্যায় নীতির কাস্তে হাতে
*গড়ে তোলো নিঃশ্বদের নতুন দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102