মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতিবিরোধী পোস্টার প্রতিযোগীতায় খুলনা আর্ট একাডেমির ৪জন শিক্ষার্থীর সম্মাননা স্মারক অর্জন থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন নিয়ামতপুরে দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন  জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন ও নতুন সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত মধ্যনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেন সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরী কবিতাঃ নারী জাগরণ কবি কামরুন নেসা লাভলীর তিনটি কবিতা জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলার সাবেক সেক্রেটারী জননেতা আলহাজ্ব আব্দুল মান্নান সাহেব আর নেই নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস পালন, জয়ীতাদের সংবর্ধনা 

কলামঃ- এ কোন বাংলাদেশ?

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

লেখকঃ- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।।

একজন অপরিনামদর্শী দুর্নীতি প্রশ্রয় দানকারী ঢিলেঢালা প্রশাসনিক মানসিকতার নির্বোধ চাটুকার চেষ্টিত শাসকের পরিবর্তন হলো দেশী বিদেশি বিভিন্ন জালে আটকে! ভাবলাম একটা তরঙ্গ গতির বাংলাদেশে আরোহন করলাম যে দেশ ইরানের মত মিসাইল, ড্রোন, পরমাণু অস্ত্র, ফাইটার্স প্লেন বানাবে বাংলাদেশে! বন্ধ হওয়া গাজীপুরের অস্ত্র কারখানা চালু হয়ে তৈরী হবে মার্কিন প্রযুক্তির যুদ্ধ অস্ত্র, চালু হবে গাজীপুর মেশিন টুলস কারখানা যা “শ্রদ্ধেয় খালেদা জিয়া ‘ ভর্তুকির অজুহাতে বিএনপি নেতা শ্রমিক লীডার নজরুল ইসলাম সাহেবের পরামর্শে “গোল্ডেন হ্যান্ডশেক” নামে সব ইঞ্জিনিয়ার স্কিলডদের বিদায় করেছিলেন! নজরুল সাহেব এখন বোধ হয় বিএনপি জাতীয় কমিটির সদস্য! এ সরকার সেখানে তৈরি করবেন লেদ মেসিন, সেফার মেশিন, ডুপ্লিকেটিং মেশিন, জুটমিল সহ গার্মেন্টসের সব যন্ত্রপাতি! আমদানি নির্ভরতা কমবে বরং কোটি কোটি ডলারের টুলস বিদেশে রপ্তানি হবে! খন্দকার মোশতাক ৮১ দিন শাসনে শত সিদ্ধান্ত গ্রহন করেছিলেন! তিনি খুনি কি মীর জাফর সে বিবেচনা ইতিহাস করবে!

ওমা, সরকার এক মাস ক্ষমতায় এসেছেন! যেসব বিষয় হাত দিবেন আমাদের মত মুর্খ লোকেরা ভেবেছিলো তার ধারে কাছে ও নাই! বরং ১৯ টা ঔষধ কারখানা বন্ধ শ্রমিক অসন্তোষ, ৭৯ টা পোশাক কারখানা বন্ধ শ্রমিক অসন্তোষ, রেমিট্যান্স বন্ধের হুশিয়ারী প্রবাসীদের, কেউ ভবিষ্যৎ বানী করেছেন ইপিজেড এর পোশাক কারখানাগুলো ভারতে স্হানান্তর হতে পারে, একজন উপদেষ্টা গতকাল নরসিংদী সভা করতে যেতে পারেন নাই, ১৯৭৭/৭৮ বাংলাদেশের ৬০/৬১ জুটমিল বন্ধ হলে কলকাতা গড়ে উঠলো ১২/১৩ টা জুটমিল আমাদের পাট চোরাই পথে নিয়ে!
একজন উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ কে পাচ টা প্রদেশে ভাগ করা প্রয়োজন, তাছাড়াও এদেশের পতাকা, জাতীয় সঙ্গীত কে মুসলমানাইজেশন করার প্রক্রিয়ায় অনেকে ব্যস্হ! অথচ মানুষ চাঁদাবাজি মুক্ত হতে পারে নাই, সংখ্যা লঘূ নিরাপদ মনে করছে না, দখল বানিজ্য, তুই ব্যাটা আওয়ামীলীগে ভোট দিয়েছিলো তোর চাঁদা পাচ হাজার টাকা —
ইতালিতে মেয়র বাংলাদেশের মুসলমান তাড়ানো তে প্রসেসিং করছে, গতকাল ও পোশাক কারখানায় ভাংচুর, R A B এর গাড়ীতে আগুন, আওয়ামী আসল পান্ডারা যারা সরকারি কাজে জনগনের টাকা ডাকাতি করছে সুদূর গ্রাম পর্যন্ত তারা দশ পাচ লাখ টাকা চাঁদা দিয়ে আবার ফিরে আসতেছে নেতৃত্বে! অথচ চুরি করেছে ২/৩ কোটি!

প্রিয় পাঠক, এই এক মাসে অর্জন কি?
১. দেশের শ্রেষ্ঠ সন্তানদের অপমান করা!
২. ভারতে ইলিশ রপ্তানি বন্ধ!
৩. পাকিস্তান ভ্রমন সহজ হওয়া!
৪. ভারত কে সেনা যুদ্ধ সতর্কতা করানো!
৫. চিকেন নেক, সেভেন সিস্টার্স ভীতি দেখানো ভারতকে!
৬. ইসলাম প্রচারক পীর আওলিয়াগনের মাজার ভাঙা!

গ্রামের অশিক্ষিত লোকেরা ও সমালোচনা করছেন ঃ
১. উপদেষ্টারা বিদেশিদের সাথে কথা বলতে পারে না! তোরা আবার ক্লাস ওয়ানে ভর্তি হ,
২. উপদেষ্টারা মিথ্যা বলে,
ক) কোথায় ২৬ লাখ ভারতীয় চাকুরী করে?
খ) কোথায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের টাকা চুরি?
গ) কেন হাসিনার বিরুদ্ধে বন্ধ হলো জাতিসংঘের মানবাধিকার তদন্ত, ৩০০ জন ৫ ই আগষ্ট পর্যন্ত মৃত্যু তার ব্যবহারিত বুলেট ৭.৬২ পুলিশ বিজিপি সেনা ব্যবহারিত নয়, কোথা থেকে কারা নিয়ে এলো এই অস্ত্র
ঘ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপদেষ্টা সরানোর হেতু কি থলের বিড়াল বের করে দেয়া, অস্ত্র অন্য কোন দেশ থেকে আসা?
ঙ) উপদেষ্টারা জুলাই মাস কয়দিনে জানে না, ৩৬ দিনে কি জুলাই মাস?
চ) কোন ভারতের গ্যাস সরবরাহ বন্ধ করলো, কোন পথে, কোন সরকার ভারতকে গ্যাস দিলো?

এমনি সমালোচনা গা গ্রাম পর্যন্ত চলছে! জাতির বিশ্বের কাছে লজ্জায় মাথা নিচু হচ্ছে!
আমরা ভেবেছিলাম শ্রদ্ধেয় ডঃ ইউনূসের সরকার সব জঞ্জাল সাব করে একটা ক্লিন দেশ তৈরি করবেন! সেই গতানুগতিক কে কত বড় মুসলমান রাজনৈতিক দলগুলোর মত কেউ ৫৫৬ টা মসজিদ বানায়, কেউ রাস্ট্রীয় ধর্ম ইসলাম বানায় — এতো সেই একই ধারাবাহিকতা! জাতীয় সঙ্গীত হিন্দুর লেখা পাল্টাও — বিশ্বের সব আবিষ্কার হিন্দু ইহুদি খৃষ্টানের কোনটা পাল্টাবেন? বাসার বিদ্যুৎ এসি ওভেন ফ্রীজ টিভি wifi মোবাইল ঔষধ কাপড় টাকার প্রচলন উড়োজাহাজ স্টীমার লঞ্চ বাস মোটর সাইকেল —-

প্রিয় পাঠক, বিশ্বে একটা দেশ একবার ই স্বাধীন হয়, একজন ই স্হপতি বা জাতির জনক হয়, একবার ই পতাকা হয়, একবার ই জাতীয় সঙ্গীত নির্দিষ্ট হয়। রবীন্দ্রনাথের রচা জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ গেয়ে থাকে! কোন আহাম্মক বলেছেন, “সূরা ফাতেহা” জাতীয় সঙ্গীত হোক, ৫৭ টা মুসলিম দেশে কোন দেশে সূরা ফাতেহা জাতীয় সঙ্গীত?
বাংলাদেশে ধর্মপ্রাণ অশিক্ষিত মুসলমান থেকে সাদা জামা গায় দেয়া মুসলমান গুলো একদম মস্তিষ্ক শূন্য, I Q মাইনাস A. নিজে আযান শুনে মসজিদে যায় আবার বের হয়ে মার সাথে জেনা করে, বুঝেন নাই — সুদ ঘুষ মিথ্যা বলা ওজনে কম মিথ্যা রটানো জেনার থেকে অনেক বড় কবিরা গোনাহ! শিরকের পরই সুদঘুম মিথ্যা —-
স্যার আশুতোষ বলেছিলেন “মুর্খের দেশে আবার বিশ্ববিদ্যালয়ের কি দরকার”?
এ দেশে “ডঃ ইউনূস” কেন ফেরেশতা ইউনূস আল্লাহ পাঠালে ও ব্যর্থ করে দেবে ভন্ড মতলব বাজরা! তার মাইক্রোকেডিট ফর্মুলা বিদেশিরা গ্রহন করেছেন কিন্তু এদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম আজ তাকে সুদখোর সুদখোর বলে প্রপাগাণ্ডা ছড়াতে ব্যস্হ একদল ধর্মধ্বজী!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102