মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতিবিরোধী পোস্টার প্রতিযোগীতায় খুলনা আর্ট একাডেমির ৪জন শিক্ষার্থীর সম্মাননা স্মারক অর্জন থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন নিয়ামতপুরে দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন  জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন ও নতুন সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত মধ্যনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেন সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরী কবিতাঃ নারী জাগরণ কবি কামরুন নেসা লাভলীর তিনটি কবিতা জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলার সাবেক সেক্রেটারী জননেতা আলহাজ্ব আব্দুল মান্নান সাহেব আর নেই নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস পালন, জয়ীতাদের সংবর্ধনা 

কলামঃ- কিছু ব্যথা কিছু কথা! পর্ব — ৭

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

লেখকঃ- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।।

কাউন্সিল অফ ফরেন রিলেশন বলছে, “এই মুহূর্তে বিশ্বে প্রায় ২৭ টা দেশে যুদ্ধ চলছে”! এ প্রজন্মের অনেকের জন্ম যুদ্ধ ময়দানে! ভারতের মণিপুর জ্বলছে কয়েক বছর! কিছু না শাসকের গোয়ার্তমি। তার দলের লোকেরা উপজাতি সংখ্যা লঘূ নারীকে মাঝে মধ্যে ধর্ষন করে এটা রেওয়াজে পরিণত কিন্ত দু’বছর আগে ধর্ষণ করে নাঙা ঘুরালো সারা গ্রাম শহর!
সেই থেকে মোদির শখ করে বাঘের লেজে কান চুলকানি খেসারত দিচ্ছে মানুষ।

ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন “রাশিয়া NATO যুদ্ধে রূপ নিয়েছে।’ হামাস ইসরায়েল যুদ্ধ এখন
হিযবুল্লা, আল বাহ, ইরাক প্রতিরোধ, ইয়েমেন হুতিতে রূপ নিয়েছে, লক্ষাধিকনিরিহ ফিলিস্তিন হত্যা হয়ে গেছে যদিও জাতিসংঘ মানবাধিকার এত অল্প হত্যাকে মানবাধিকার লঙ্ঘনের পর্যায় এখন ও ফেলেন নাই! মাননীয় বাই ডেন স্যার ইরান যাতে চুপ থাকে সে জন্য
পরমাণু সাবমেরিন এক খান খাড়া করেছেন ইরান কুল ঘেষে! এটা তাদের পুরানো ঐতিহ্য!
গৃহ যুদ্ধ আর্তনাদ ইথিওপিয়া সোমালিয়া ইয়েমেন সিরিয়া আরও অনেক দেশে।

আসুন আমার সোনার বাংলাদেশ ৫ ই আগষ্ট সো কল্ড স্বাধীনতার পর কি অবস্থা একটু নজর বুলাই!
এক গ্রুপ অবাদ লুটপাট দখল চাঁদাবাজির স্বর্গে আছেন! কেউ জীবনে ঝুকি মুক্ত তা বলার মত পরিস্থিতি সরকার এখনও করতে পারেন নাই, বললে অত্যাক্তু হবে না, তেমন চেষ্টা ও পরিলক্ষিত হচ্ছে না! সরকার বেশ ঢিলাঢালা অবস্থায় আছেন কিছু এমন বিষয় নিয়ে যা কতটা যুক্তিযুক্ত প্রয়োজনীয় তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না! ধরুন —

১. জাতিয় সঙ্গীত পরিবর্তন যেহেতু হিন্দুর লেখা।
২. স্হপতি মুজিব তা কি পরিবর্তন হবে? তার স্বাধীনতা তো ৫ ই আগষ্ট নয় —
৩. কুরআনের বাংলা করেছিলেন হিন্দু গিরিশচন্দ্র, তাকে মৌলভী ও খেতাব দেয়া হয়েছিলো তার সমাধান কি?
৪. জাতীয় কবি নজরুল তা কি পরিবর্তন হবে, তা ও পশ্চিম বাংলা প্রডাক্ট, মুসলমান ও আমাদের মত ধর্মনিরপেক্ষ ছিলেন! মুজিব আমদানি!
৫. জাতীয় পতাকা কি হবে যার নকশাকার শিবনারায়ন হিন্দু!
৬.রাস্ট্র ভাষার দাবী সংসদ থেকে ধীরেন্দ্রনাথ তুলে পদযোগে মিছিলে যোগ ও এক সময় খল নায়ক ঈঙ্গিতে শহীদ।
৭. বর্ণমালা সংসকৃত ঘেষা ঈশ্বরচন্দ্র তৈরি, কি হবে?

প্রিয় পাঠক, আসল সমস্যা আমাদের রিজার্ভ বাড়ায় কয়েকটা খাত তা কোন দুষ্ট চক্রের ইঙ্গিতে বন্ধ হচ্ছে সে দিকে নজর কই? –
১. ১৪৪ টা রপ্তানি পোশাক কারখানা বন্ধ গতকাল পর্যন্ত।
২. প্রবাসি আল্টিমেটাম রেমিট্যান্স আমাদের দ্বিতীয় আয়ের খাত।
৩. চামড়া সহ অন্য অল্প স্বল্প রপ্তানি খাতগুলোর খবর কি?
৪. বিদ্যুৎ আরও জরুরি —
প্রিয় পাঠক, অপরিনামদর্শী দুর্নীতি প্রশ্রয় দানকারী ঢিলেঢালা প্রশাসনিক মানসিকতার নির্বোধ হাসিনার শাসন আমলে সবশেষে বিদ্যুৎ
ছিলোন ২৯ শে এপ্রিল ২০২৪ হিসাব – ১৫ হাজার মেগাওয়াট (mw), আমাদের চাহিদা ১৭ হাজার পাচশো মেগা। ২০০৮ সালে ছিলো মাত্র ৩ হাজার ২৮০ mw. রূপপুর চালু হলে ২.২ গিগা HZ পেয়ে যেতাম যা গত মাসে চালুর কথা, চাহিদা পূর্ণ। রূপপুর আগেই ৯৬.২% লোক বিদ্যুৎ আওতায় ছিলো। গ্রামে তো বিদ্যুৎ মোটেই পাচ্ছে না!
এখন তো নাহিদ ভাই জাহিদ ভাই আমল রাতে তিনবার লোড শেডিং, এসি বন্ধ হয়, ঘুমাতে পারে না অনেকে বলে সামাজিক যোগাযোগে দেখছি।। মোট average load shading কম পক্ষে ৩ ঘন্টা! আবার আপনারা রূপপুর পারমাণবিক কাজ বন্ধ, বড়পুকুরিয়া প্লান্ট বন্ধ,
পটুয়াখালী পায়রা কয়লা তাপবিদ্যুৎ বন্ধ হতে চলেছে, ভারতের হিন্দু কয়লা না আনেন সৌদি
চীন আমেরিকা যে কোন মুসলমান থেকে আনেন। সরি সৌদি কয়লা নাই, আমেরিকা চীন মুসলমান দেশ না, তা হলে পাকিস্তান থেকে আনেন! আমরা ঘুমাতে চাই।
৫. রোহিঙ্গা আরও হাজার ১৪ ঢুকতে দিলেন কেন? পূর্বের আহম্মক সরকার তো আপনারা না, তিনি লাখ ১৪ ঢুকিয়ে বের করতে পারেন নাই বরং তাদের নাগরিকত্ব দেয়ার চাপ রিফিজ করে সারা বিশ্বে দেশের নীতি স্বার্থ সম্মুনত রেখেছেন! আপনারা বর্ডার খুলে তাদের গ্রহন করছেন কেন? উদ্দেশ্য কি? দেশ কে কোথায় নিতে চাচ্ছেন ——–

এসব জরুরি দিকে আপনাদের পদক্ষেপ জনগণের নজরে আসছে না! ভারতের কাছে আকাশ সীমা ব্যহারের কোটি কোটি ডলার ডিমান্ড প্লেস করছেন না কেন? তিস্তা চীনকে দেন, আন্তর্জাতিক নদী কমিশনে ভারতের বিরুদ্ধে মামলা করেন গঙ্গা জলের শেয়ারের জন্য, গত স্বৈরশাসক ভারত ঘেষা হাসিনা তো সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক আদালত করে জিতে আসছিলেন ভারত ও মিয়ানমারের থেকে!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102