বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

দুর্যোগের শিকার = অনুপম রায়

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আবহাওয়া দপ্তর-এর সতর্কতা জারি!!
দানব কালো অমানিশার নিস্তব্ধ রাত,বজ্র-বিদ্যুৎ ও বৃষ্টি হচ্ছে ভারী।
ছলাৎ ছলাৎ শব্দে বইছে বরফগলা শীতল নদীর জলধারা।
এদিকে নদীর বুকে আরও জলের স্তর বাড়াচ্ছে বৃষ্টিধারা।
মাঝি ও তার সাথীদের নিয়ে বেরিয়ে পড়ে, এই দুর্যোগে।
“ধরতে হবে মাছ”!-ঘরে থাকলে চলবে না সংসার যে।
নদীর বুক চিরে স্রোতের প্রতিকূলে এগিয়ে যাচ্ছে, শক্ত হাতে হালধরা মাঝির নৌকাটি;
রাতের নৌকাটিকে দূর থেকে মনেহয়,দুলতে দুলতে যাচ্ছে জোনাকি।
পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন,জেগে থাকে না কেউ।
সারারাত জেগে মাছ ধরে, উপেক্ষা করে দুর্যোগের জোয়ার-ভাটা কিংবা নদীর যে কোনো ঢেউ।
হটাৎ প্রচন্ড বেগে তেড়ে আসে ঝড়ে,বিপদের নৌকা  যায় ভুলভুলাইয়ায়।
তবুও সারারাত অভিজ্ঞতার কঠিন পরীক্ষা চালায়।
পৃথিবীর আঙিনায় সূর্যের কিরণ পড়ার আগেই, নদীর গ্রাসে; নৌকা হারায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102