মোঃ আজহারুল ইসলাম অপুর্ব
সোনালী বিকেলের শেষ আলো গুলো গাছের পাতার ফাঁক দিয়ে ভেসে আসছে, নরম মাটির উপর ছায়ার খেলায় মেতে উঠেছে চারপাশ। গ্রামের এক কোণে, পুকুরের পাড়ে বসে ছিল ছোট্ট মেয়ে মুনা। হাতে তার একটি পাতা, যার উপর সে আপন মনে ছবি আঁকছিল।
পুকুরের জল ছিল একদম শান্ত, তাতে আকাশের নীল রং আর গাছের সবুজ ছায়া মিলে তৈরি করছিল এক অসাধারণ দৃশ্য। হঠাৎই, হালকা বাতাস বইতে শুরু করল, আর সেই বাতাসে উড়ে এল কিছু শিউলি ফুল। মুনা অবাক হয়ে দেখল, তার সামনে একটি শিউলি ফুলের মালা পড়েছে, যেন কেউ আকাশ থেকে তার জন্যই পাঠিয়েছে।
মুনার মুখে ফুটে উঠল এক মিষ্টি হাসি। সে ফুলগুলো হাতে তুলে নিয়ে গন্ধ শুঁকল, যেন সারা পৃথিবীর সৌন্দর্য মিলে এই ছোট্ট ফুলের মাঝে লুকিয়ে আছে। এই ছোট্ট মুহূর্তটি তার মনে আনন্দের বন্যা বইয়ে দিল, যেন এই সোনালী বিকেল তাকে এক বিশেষ উপহার দিয়েছে।
সন্ধ্যার আভাস দেখা দিতে শুরু করল, কিন্তু মুনার মন তখনও আটকে ছিল সেইো সুন্দর মুহূর্তের মধ্যে। তার মনে হচ্ছিল, প্রকৃতি যেন তাকে বলছে, “জীবনের প্রতিটি ছোট্ট মুহূর্তেই লুকিয়ে আছে খুশি, কেবল তা উপলব্ধি করার জন্য আমাদের মন উন্মুক্ত রাখতে হবে।”
মুনা বাড়ির দিকে হাঁটতে শুরু করল, কিন্তু তার হৃদয় ভরে ছিল সেই সোনালী বিকেলের মুগ্ধতায়, যেন সে প্রকৃতির কাছ থেকে ভালোবাসার এক ছোট্ট উপহার পেয়েছে।