কলমে: মোঃ সিহাব আহম্মেদ নাফী
তপ্ত রোদে প্রজ্জ্বলিত দ্বিপ্রহরে ভাঙিবার ইচ্ছা হইল না।
কোমল ও স্নিগ্ধতার আশীর্বাদ চাহিয়া একটুও সাড়া না দিয়েই অপেক্ষা করিতে লাগিলাম।
একেলা ক্ষণে নিজের সঙ্গে সাক্ষাৎ করিয়া ধৈর্য্য বাড়িয়া যাইবার পর দেখিলাম অন্তঃপুরের কাঁটা বারবার ঘূর্ণন সম্পন্ন করিতেছে, ভাবনার বিষয়।
নিজেকে অনুযোগ বা কটূক্তি করিয়াও উত্তরণের সুযোগ নাই।
সূর্য পুড়াইয়া দিন, সপ্তাহ অবিদিত সদৃশ চলিয়া গেলো, অথচ আদর্শ ধরা দেবার কোনো চক্ষুগ্রাহ্য পথ এখনও আবিষ্কার করিলাম না।
ব্যর্থতায় হকচকিয়াও লাভ হইবে না।
অতঃপর সময় থাকিতে ভাঙিতে সক্ষম হইলাম।
অতীত আ'ত্ম'হ'ত্যা করিয়াছে।
প্রতিটি অঙ্গ ও ইন্দ্রিয় ভবিষ্যৎ নির্মাণে ব্যস্ত।
হতাশা ও অবিন্যস্ততার বাঁধন থেকে মুক্ত হইয়া এখন সব কিছু সম্ভব; অন্ধকারে উজ্জ্বল পদক্ষেপ, নক্ষত্রের মতো দাম! সব কিছু।